০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক-ট্যুইটার ভুয়ো খবর প্রচারে ১৫ বছরের জেল রাশিয়ায় 

ইমামা খাতুন
  • আপডেট : ৬ মার্চ ২০২২, রবিবার
  • / 121

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : ফেসবুক, ট্যুইটারসহ বিভিন্ন সোশ্যাল সাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। বেশ কিছু বিদেশি মিডিয়ার সম্প্রচারও বন্ধ করেছে দেশটি। একই সঙ্গে সেনার বিষয়ে ‘ভুয়ো খবর’ প্রচারকারীদের কঠোর সাজার বিধান রেখে আইন প্রণয়ন করেছে দেশটি। রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রোসকমনাদজরের পক্ষ থেকে বলা হয়, রুশ সংবাদমাধ্যমের প্রতি বেশ কয়েকটি বৈষম্যমূলক আচরণের ঘটনায় ফেসবুককে নিষিদ্ধ করা হচ্ছে। পরে রোসকমনাদজর জানায়, ট্যুইটার ও ইনস্টাগ্রামের ওপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে। বেশ কয়েকটি পশ্চিমা গণমাধ্যমের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। মস্কোতে বিবিসির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। রোসকমনাদজরের পক্ষ থেকে বলা হয়, বিবিসির রুশ সংস্করণ ও আরও কয়েকটি ওয়েবসাইটের সম্প্রচার বন্ধ করে দেওয়া হচ্ছে। ইন্টারনেটের ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা করা হয়। এ ছাড়া সংবাদ ওয়েবসাইট মেদুজা, জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে, মার্কিন অর্থে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টির রুশভাষী ওয়েবসাইট এবং ইউক্রেনীয় সংবাদমাধ্যম সাভোবোদারের সম্প্রচার সীমিত করা হয়েছে। এর আগে রুশ সাংসদরা নতুন একটি আইন প্রণয়নে সম্মতি জানিয়েছেন। এ আইনের আওতায় ‘ভুয়ো খবর’ প্রকাশকারীদের কঠোর কারাদণ্ড ও জরিমানা করা হবে। রাশিয়ার সংসদীয় বিবৃতিতে বলা হয়েছে, ভুয়ো খবর প্রকাশের ফলে গুরুতর প্রভাব পড়লে তার জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। যেসব মানুষ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাবেন, তাঁদের জরিমানা ও কারাদণ্ডের বিধান রেখেও সংশোধনী আনা হয়েছে।

 

আরও পড়ুন: 2025 Nepalese Gen Z protests: মৃত বেড়ে ৩৪, আটকে একাধিক ভারতীয়

আরও পড়ুন: Nepal Gen Z Protest: জেন-জি রেভলিউশন’ -এ উত্তাল নেপাল

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফেসবুক-ট্যুইটার ভুয়ো খবর প্রচারে ১৫ বছরের জেল রাশিয়ায় 

আপডেট : ৬ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ফেসবুক, ট্যুইটারসহ বিভিন্ন সোশ্যাল সাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। বেশ কিছু বিদেশি মিডিয়ার সম্প্রচারও বন্ধ করেছে দেশটি। একই সঙ্গে সেনার বিষয়ে ‘ভুয়ো খবর’ প্রচারকারীদের কঠোর সাজার বিধান রেখে আইন প্রণয়ন করেছে দেশটি। রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রোসকমনাদজরের পক্ষ থেকে বলা হয়, রুশ সংবাদমাধ্যমের প্রতি বেশ কয়েকটি বৈষম্যমূলক আচরণের ঘটনায় ফেসবুককে নিষিদ্ধ করা হচ্ছে। পরে রোসকমনাদজর জানায়, ট্যুইটার ও ইনস্টাগ্রামের ওপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে। বেশ কয়েকটি পশ্চিমা গণমাধ্যমের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। মস্কোতে বিবিসির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। রোসকমনাদজরের পক্ষ থেকে বলা হয়, বিবিসির রুশ সংস্করণ ও আরও কয়েকটি ওয়েবসাইটের সম্প্রচার বন্ধ করে দেওয়া হচ্ছে। ইন্টারনেটের ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা করা হয়। এ ছাড়া সংবাদ ওয়েবসাইট মেদুজা, জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে, মার্কিন অর্থে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টির রুশভাষী ওয়েবসাইট এবং ইউক্রেনীয় সংবাদমাধ্যম সাভোবোদারের সম্প্রচার সীমিত করা হয়েছে। এর আগে রুশ সাংসদরা নতুন একটি আইন প্রণয়নে সম্মতি জানিয়েছেন। এ আইনের আওতায় ‘ভুয়ো খবর’ প্রকাশকারীদের কঠোর কারাদণ্ড ও জরিমানা করা হবে। রাশিয়ার সংসদীয় বিবৃতিতে বলা হয়েছে, ভুয়ো খবর প্রকাশের ফলে গুরুতর প্রভাব পড়লে তার জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। যেসব মানুষ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাবেন, তাঁদের জরিমানা ও কারাদণ্ডের বিধান রেখেও সংশোধনী আনা হয়েছে।

 

আরও পড়ুন: 2025 Nepalese Gen Z protests: মৃত বেড়ে ৩৪, আটকে একাধিক ভারতীয়

আরও পড়ুন: Nepal Gen Z Protest: জেন-জি রেভলিউশন’ -এ উত্তাল নেপাল