পুবের কলম, ওয়েবডেস্ক: নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। বৃহস্পতিবার মধ্যরাতে (স্থানীয় সময়) ম্যানহাটেনের একটি পরিত্যক্ত ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে পবিত্র কুরআন সঙ্গে রেখে তিনি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। শপথের পর প্রথম প্রতিক্রিয়ায় মামদানি বলেন, “এই সম্মান ও সুযোগ আমার কাছে গর্বের। জীবনের শেষ দিন পর্যন্ত এই মুহূর্ত মনে থাকবে।” ৩৪ বছর বয়সি মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র এবং গত একশো বছরে কনিষ্ঠতম মেয়র। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। কোরান হাতে পাশে ছিলেন তাঁর স্ত্রী রমা দুয়াজি। পরে আরও এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্সের উপস্থিতিতে শপথের আয়োজন করা হয়। পরিত্যক্ত সিটি হল সাবওয়ে স্টেশন বেছে নেওয়ার মাধ্যমে শহরের ঐতিহ্য, শ্রমজীবী মানুষ ও ইতিহাসের প্রতি সম্মান জানানোর বার্তা দিয়েছেন মামদানি—এমনটাই মত রাজনৈতিক মহলের। নির্বাচনী প্রচারে সস্তা খাদ্য, বাসস্থান ও জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বহুসংস্কৃতির নিউ ইয়র্কে ঐক্য ও অন্তর্ভুক্তির প্রতীক হিসেবেই মামদানির এই শপথকে দেখা হচ্ছে।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
পবিত্র কুরআন সঙ্গে রেখে স্টেশনে দাঁড়িয়ে শপথ, নিউ ইয়র্ককে কী বার্তা দিলেন মেয়র জোহরান মামদানি?
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার
- 11
সর্বধিক পাঠিত























