০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চলো যাই আহারে, উত্তর হাওড়ায় প্রথম খাদ্য মেলায় মানুষের ঢল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 45

 

 

আইভি আদক, হাওড়া: উত্তর হাওড়ায় নতুন মন্দির সংলগ্ন সঙ্ঘশ্রী ময়দানে শুক্রবার থেকে শুরু হয়েছে খাদ্য মেলা। এলাকার বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে আয়োজিত ওই খাদ্য মেলায় কলকাতা হাওড়ার প্রসিদ্ধ মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন নামী রেঁস্তোরার স্টল দেওয়া হয়েছে।

চলো যাই আহারে, উত্তর হাওড়ায় প্রথম খাদ্য মেলায় মানুষের ঢল

ফুচকা থেকে ফালুদা কিংবা বিরিয়ানি থেকে লিট্টি চোখা সবই পাওয়া যাচ্ছে উত্তর হাওড়ায় প্রথম এই খাদ্য মেলায়। প্রথমে তিন দিনের জন্য মেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রথম দিন থেকেই মানুষের উপস্থিতি এবং ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে মেলা ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত বর্ধিত করা

 

চলো যাই আহারে, উত্তর হাওড়ায় প্রথম খাদ্য মেলায় মানুষের ঢলহতে পারে উদ্যোক্তাদের তরফ থেকে জানা গেছে। মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিশিষ্ট শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। মহিলাদের জন্য থাকছে রান্না প্রতিযোগিতা।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলো যাই আহারে, উত্তর হাওড়ায় প্রথম খাদ্য মেলায় মানুষের ঢল

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

 

 

আইভি আদক, হাওড়া: উত্তর হাওড়ায় নতুন মন্দির সংলগ্ন সঙ্ঘশ্রী ময়দানে শুক্রবার থেকে শুরু হয়েছে খাদ্য মেলা। এলাকার বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে আয়োজিত ওই খাদ্য মেলায় কলকাতা হাওড়ার প্রসিদ্ধ মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন নামী রেঁস্তোরার স্টল দেওয়া হয়েছে।

চলো যাই আহারে, উত্তর হাওড়ায় প্রথম খাদ্য মেলায় মানুষের ঢল

ফুচকা থেকে ফালুদা কিংবা বিরিয়ানি থেকে লিট্টি চোখা সবই পাওয়া যাচ্ছে উত্তর হাওড়ায় প্রথম এই খাদ্য মেলায়। প্রথমে তিন দিনের জন্য মেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রথম দিন থেকেই মানুষের উপস্থিতি এবং ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে মেলা ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত বর্ধিত করা

 

চলো যাই আহারে, উত্তর হাওড়ায় প্রথম খাদ্য মেলায় মানুষের ঢলহতে পারে উদ্যোক্তাদের তরফ থেকে জানা গেছে। মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিশিষ্ট শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। মহিলাদের জন্য থাকছে রান্না প্রতিযোগিতা।