৩ মে হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিলের ফল

- আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
- / 24
আবদুল ওদুদ: আগামী ৩ মে শুক্রবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ হবে। সোমবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী শুক্রবার বেলা ২টোয় মাদ্রাসা পর্ষদের মাওলানা আবুল কালাম আজাদ ভবনে এই ফল প্রকাশ করা হবে। সমস্ত হাইমাদ্রাসা সিনিয়র মাদ্রাসা প্রধানদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের কলকাতার অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করেন। কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস অর্থাৎ মালদহর সংখ্যালঘু ভবন থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন প্রধানশিক্ষকরা।
মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে। নদিয়ার ইংলিশ মিডিয়াম মডেল মাoাসা, দার্জিলিংয়ের সামসিয়া হাইমাদ্রাসা, কোচবিহারের কারিসাল একরামিয়া হাইমাদ্রাসা, পূর্ব মেদিনীপুরে পরমহংসপুর বরকাতিয়া হাইমাদ্রাসা, পশ্চিম মেদিনীপুরের এসএমআইআই হাইমাদ্রাসা, বর্ধমান হাইমাদ্রাসা, বাঁকুড়ার কেথারডাঙা হাইমাদ্রাসা, বীরভূমের হামিদিয়া হাইমাদ্রাসা থেকে ২০২৪ সালের হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে। সেই সার্টিফিকেটগুলি প্রধানশিক্ষকরা সংগ্রহ করবেন।
শুক্রবার বেলা ২.৩০ মিনিট থেকে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে ফল জানা যাবে। ফল জানতে পারবেন http://www.wbbme.org. http://wbresults.nic.in, http://www.examets.com ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। এছাড়াও মোবাইল থেকেও পরীক্ষার ফলাফল জানা যাবে। Google Play Store öíöì„þ ”Examets.com” Mobile App Download করেও ফলাফল জানা যাবে।
এ বছর ৬৪ হাজারেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। ফেব্রুয়ারি মাসের শুরুতেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ের আগেই ফলাফল ঘোষণা করা হবে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।