১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তান্ত্রিক হবার ইচ্ছে-পূরণ করতে সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও  খুন হরিয়ানা থেকে হাওড়ায় এসে জিআরপির হাতে ধৃত যুবক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 32

 

পুবের কলম ওয়েবডেস্ক: তান্ত্রিক হবার ইচ্ছে-পূরণ করতে সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ এবং খুন। হরিয়ানা থেকে গা ঢাকা দিয়ে হাওড়ায় আসার পথে জিআরপির তৎপরতায় ধৃত যুবক।তান্ত্রিক হবার বাসনায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ এবং খুন করে হরিয়ানা থেকে হাওড়ায় পালিয়ে আসার সময় রেল পুলিশের হাতে ধরা পড়ে গেল শিবকুমার নামের অভিযুক্ত যুবক। ধৃতের বাড়ি হরিয়ানার পানিপথ এলাকায়। গত দেওয়ালির দিন ধর্ষণ এবং খুনের ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি ঘটনার পর হাওড়া স্টেশনে পালিয়ে আসছে রেল পুলিশ খবর পায়। হরিয়ানা প্রশাসন মারফত হাওড়ার এসআরপি খবর পান। সেখান থেকে হাওড়া জিআরপি থানার আইসি খবর পান। হরিয়ানা পুলিশের একটি টিমও হাওড়া চলে আসে। বৃহস্পতিবার দুপুরে বর্ধমান থেকে কালকা মেলের উপর নজর রাখে রেল পুলিশ। এরপর কামারকুন্ডুর কাছে তাকে ধরে হাওড়া স্টেশনে আনা হয়। তাকে হরিয়ানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে তান্ত্রিক হবার বাসনায় এই কান্ড ঘটায় ধৃত ব্যক্তি।

আরও পড়ুন: সন্তানের আশায় তান্ত্রিকের নির্দেশে গৃহবধূকে কবরস্থানে নিয়ে গিয়ে খাওয়ানো হল মানুষের হাড়ের গুঁড়ো

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তান্ত্রিক হবার ইচ্ছে-পূরণ করতে সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও  খুন হরিয়ানা থেকে হাওড়ায় এসে জিআরপির হাতে ধৃত যুবক

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: তান্ত্রিক হবার ইচ্ছে-পূরণ করতে সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ এবং খুন। হরিয়ানা থেকে গা ঢাকা দিয়ে হাওড়ায় আসার পথে জিআরপির তৎপরতায় ধৃত যুবক।তান্ত্রিক হবার বাসনায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ এবং খুন করে হরিয়ানা থেকে হাওড়ায় পালিয়ে আসার সময় রেল পুলিশের হাতে ধরা পড়ে গেল শিবকুমার নামের অভিযুক্ত যুবক। ধৃতের বাড়ি হরিয়ানার পানিপথ এলাকায়। গত দেওয়ালির দিন ধর্ষণ এবং খুনের ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি ঘটনার পর হাওড়া স্টেশনে পালিয়ে আসছে রেল পুলিশ খবর পায়। হরিয়ানা প্রশাসন মারফত হাওড়ার এসআরপি খবর পান। সেখান থেকে হাওড়া জিআরপি থানার আইসি খবর পান। হরিয়ানা পুলিশের একটি টিমও হাওড়া চলে আসে। বৃহস্পতিবার দুপুরে বর্ধমান থেকে কালকা মেলের উপর নজর রাখে রেল পুলিশ। এরপর কামারকুন্ডুর কাছে তাকে ধরে হাওড়া স্টেশনে আনা হয়। তাকে হরিয়ানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে তান্ত্রিক হবার বাসনায় এই কান্ড ঘটায় ধৃত ব্যক্তি।

আরও পড়ুন: সন্তানের আশায় তান্ত্রিকের নির্দেশে গৃহবধূকে কবরস্থানে নিয়ে গিয়ে খাওয়ানো হল মানুষের হাড়ের গুঁড়ো