১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করল এসএসসি

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 22

পুবের কলম, ওয়েব ডেস্ক: শিক্ষক নিয়োগের দ্বিতীয় এসএলএসটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এসএসসি।

এদিকে এসএসসির আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে। সোমবার আবেদন শেষ হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী ২১ জুলাই রাত ১১টা ৫৯ পর্যন্ত আবেদন করা যাবে।

নবম-দশম এবং একাদশ-দ্বাদশের অ্যাসিস্ট্যান্ট শিক্ষকের পদে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা । আবেদন চালুর প্রথম দিকে পোর্টালে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়। যার কারণে আবেদনের এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে। তবে সময়সীমা বৃদ্ধি করা হলেও পরীক্ষার জন্য আবেদনের টাকা-পয়সা নিয়ে কোনও পরিবর্তন হচ্ছে না ।

সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন । ১৬ জুন থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া এসএসসি সূত্রে খবর, এখনও পর্যন্ত পোর্টালের মাধ্যমে আবেদন জমা পড়েছে প্রায় ৫ লক্ষ। এদিকে, এসএসসি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করল এসএসসি

আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: শিক্ষক নিয়োগের দ্বিতীয় এসএলএসটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এসএসসি।

এদিকে এসএসসির আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে। সোমবার আবেদন শেষ হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী ২১ জুলাই রাত ১১টা ৫৯ পর্যন্ত আবেদন করা যাবে।

নবম-দশম এবং একাদশ-দ্বাদশের অ্যাসিস্ট্যান্ট শিক্ষকের পদে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা । আবেদন চালুর প্রথম দিকে পোর্টালে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়। যার কারণে আবেদনের এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে। তবে সময়সীমা বৃদ্ধি করা হলেও পরীক্ষার জন্য আবেদনের টাকা-পয়সা নিয়ে কোনও পরিবর্তন হচ্ছে না ।

সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন । ১৬ জুন থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া এসএসসি সূত্রে খবর, এখনও পর্যন্ত পোর্টালের মাধ্যমে আবেদন জমা পড়েছে প্রায় ৫ লক্ষ। এদিকে, এসএসসি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে।