“যৌন জীবনের” স্বাদ অসম্পূর্ণ, মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে ১০ হাজার কোটির মামলা যুবকের
- আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্ক: গণধর্ষণ মামলায় অভিযুক্ত হিসেবে কারাবাসের সাজা হয়। কিন্তু আদালতে তাঁর বিরুদ্ধে প্রমাণ হয়নি অভিযোগ। প্রায় দুবছর ৬৬৬ দিন কারাবাসের পর আদালত তাঁকে বেকসুর খালাস ঘোষণা করে। এই দুবছরে তিনি “ যৌন জীবনের” স্বাদ পাননি, চরম দারিদ্রতার অভিশাপ নেমে এসেছে পরিবারে। মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন কান্তিলাল ভিল। ৩৫ বছর বয়সী কান্তিলাল মধ্যপ্রদেশের রথলামের বাসিন্দা।
বেকসুর খালাস হলেও ক্ষোভ মিটছেনা ওই যুবকের । বিনা অপরাধে দুবছর খাটতে হয়েছে জেল। জুটেছে জেলফেরত আসামীর তকমা। পরিবারকে প্রতিনিয়ত সহ্য করতে হয়েছে নিদারুণ বিদ্রুপ। এতটাই কঠিন দারিদ্র কান্তিলালের পরিবারকে ঘিরে ধরে যে মা, স্ত্রী বা সন্তানদের পোশাক তো দূরের কথা ছিলোনা অন্তর্বাস কেনার টাকাও।
এখানেই শেষ নয় কান্তিলাল বলছেন এই দুবছর জেলে বর্ষা ও শীতে তিনি যে কষ্ট পেয়েছেন তা ভাষায় বর্ণনা করার মত নয়। এই যন্ত্রণার মূল্য প্রশাসনকেই চোকাতে হবে। তাই ১০ হাজার কোটি টাকার মামলা করেছেন তিনি।