২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দু’দিনে গাজায় ইসরাইলি হামলায় ২৪০ জন নিহত

শফিকুল ইসলাম
  • আপডেট : ২ ডিসেম্বর ২০২৩, শনিবার
  • / 16

পুবের কলম ওয়েব ডেস্ক:

গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার শনিবার বলেছে, যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ফিলিস্তিনি ভূখন্ডে ২৪০ জন নিহত হয়েছে।গাজা উপত্যকার সর্বত্র ‘শত শত বিমান হামলা, কামান ও নৌ-বাহিনীর বোমাবর্ষণে’ আরো ৬৫০ জন আহত হয়েছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি বাহিনী ‘বিশেষ করে খান ইউনিসকে টার্গেট করেছে। সেখানে তাদের কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে।’ এসব বাড়িঘরে বাসিন্দারা অবস্থান করছিল।

এছাড়া ইসরাইল জানিয়েছে, তারা হামাসের ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

গাজায় সশস্ত্র গোষ্ঠী ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ শুরু করে এবং লেবাননের সাথে ইসরাইলের উত্তর সীমান্তে সক্রিয় ইসরাইল ও হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়।

যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতার বলেছে, যুদ্ধবিরতি পুনর্নবীকরণের প্রচেষ্টা চলছে। যার ফলে ইসরাইল গাজায় বেশিরভাগ সামরিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং গাজায় আটক ১০০ জনেরও বেশি বন্দীকে মুক্ত করার বিনিময়ে ৩০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

ইসরাইল বলছে, ১১৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ২০ জন নারী ও দুই শিশু এখনো বন্দী রয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি বোমাবর্ষণ এবং স্থল অভিযানের ফলে গাজার ২ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দার তিন-চতুর্থাংশেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে। এতে খাদ্য, পানি এবং অন্যান্য সরবরাহের ব্যাপক ঘাটতির কারণে সেখানে মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দু’দিনে গাজায় ইসরাইলি হামলায় ২৪০ জন নিহত

আপডেট : ২ ডিসেম্বর ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:

গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার শনিবার বলেছে, যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ফিলিস্তিনি ভূখন্ডে ২৪০ জন নিহত হয়েছে।গাজা উপত্যকার সর্বত্র ‘শত শত বিমান হামলা, কামান ও নৌ-বাহিনীর বোমাবর্ষণে’ আরো ৬৫০ জন আহত হয়েছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি বাহিনী ‘বিশেষ করে খান ইউনিসকে টার্গেট করেছে। সেখানে তাদের কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে।’ এসব বাড়িঘরে বাসিন্দারা অবস্থান করছিল।

এছাড়া ইসরাইল জানিয়েছে, তারা হামাসের ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

গাজায় সশস্ত্র গোষ্ঠী ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ শুরু করে এবং লেবাননের সাথে ইসরাইলের উত্তর সীমান্তে সক্রিয় ইসরাইল ও হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়।

যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতার বলেছে, যুদ্ধবিরতি পুনর্নবীকরণের প্রচেষ্টা চলছে। যার ফলে ইসরাইল গাজায় বেশিরভাগ সামরিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং গাজায় আটক ১০০ জনেরও বেশি বন্দীকে মুক্ত করার বিনিময়ে ৩০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

ইসরাইল বলছে, ১১৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ২০ জন নারী ও দুই শিশু এখনো বন্দী রয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি বোমাবর্ষণ এবং স্থল অভিযানের ফলে গাজার ২ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দার তিন-চতুর্থাংশেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে। এতে খাদ্য, পানি এবং অন্যান্য সরবরাহের ব্যাপক ঘাটতির কারণে সেখানে মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে।