শিলিগুড়িতে পাচারের আগে উদ্ধার ৩৪ যুবতী

- আপডেট : ২৮ জুলাই ২০২৫, সোমবার
- / 24
পুবের কলম ওয়েবডেস্ক: পাচারের আগেই রবিবার বিকালে ৩৪ জন যুবতীকে উদ্ধার করল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জন পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন গৌতম রায়, পেত্রাস বেক ও জয়শ্রী পাল। ধৃতদের মধ্যে দু’জনের বাড়ি শিলিগুড়ি এলাকায় ও একজনের বাড়ি ডুয়ার্সে
পুলিশ সূত্রে খবর, রবিবার বিকালে শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড থেকে এই যুবতীদের উদ্ধার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ভিনরাজ্যে কাজে পাঠানোর নাম করে এই যুবতীদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল।
এছাড়াও, পুলিশ জানতে পারে শিলিগুড়ি থেকে রাঁচি নিয়ে যাওয়া হচ্ছিল তাঁদের। পরবর্তীতে সেখান থেকে তামিলনাড়ু নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সকলকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।