০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জয়নগরের দক্ষিণ বারাসত কলেজের ছাত্র জঙ্গি সহযোগী হিসাবে গ্রেফতারের পরে কলেজ কর্তৃপক্ষ আতঙ্কিত, ভীত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার
  • / 64
 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগরঃ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে গ্রেফতার এক কলেজ পড়ুয়া। গত শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত যুবক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল কায়দার একটি শাখা সংগঠনের সঙ্গে যুক্ত বলে এসটিএফ সূত্রে খবর। জানা গিয়েছে, ধৃতের নাম মনিরুদ্দিন খান (২০)।সে মথুরাপুরের লালপুর পূর্ব রানাঘাটা এলাকার বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মনিরুদ্দিন দক্ষিণ বারাশত ধ্রবচাঁদ হালদার কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।জয়নগরের দক্ষিণ বারাসত কলেজের ছাত্র জঙ্গি সহযোগী হিসাবে গ্রেফতারের পরে কলেজ কর্তৃপক্ষ আতঙ্কিত, ভীত

অভিযোগ, আল কায়দার শাখা সংগঠন ‘আলকায়দা ইন দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট’ (একিউআইএস)-এর সঙ্গে যুক্ত। ওই সংগঠনে জঙ্গি নিয়োগ এবং পরিচয়পত্র জাল করার কাজ করতেন মনিরুদ্দিন।

আরও পড়ুন: জয়নগরে ভলিবল টুর্নামেন্ট

 

আরও পড়ুন: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের যুবক,  উদ্বিগ্ন পরিবার

জয়নগরের দক্ষিণ বারাসত কলেজের ছাত্র জঙ্গি সহযোগী হিসাবে গ্রেফতারের পরে কলেজ কর্তৃপক্ষ আতঙ্কিত, ভীত

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশম স্থানাধিকারী জয়নগরের সৌম্যদীপ দও প্রফেসর হতে চায়

গত শনিবার মথুরাপুর থানার পুলিশের সহযোগিতায় মনিরুদ্দিনকে গ্রেফতার করা হয়।আর সোমবার এ নিয়ে ধৃত ছাএের বাবা,প্রতিবেশীরা হতাশ। এলাকায় ভালো ছেলে বলে পরিচিত এই ছেলে যে জঙ্গিদের সাথে যোগাযোগ রাখে তা তাঁরা ভাবতে পারছে না।এদিকে  দঃবারাশত কলেজের প্রিন্সিপাল ডঃ সত্যব্রত সাহু ও ইতিহাস বিভাগের হেড শ্রীপ্রা হালদার বললেন,তারা রীতিমতো এই ঘটনায় আতংকিত, বিস্মিত।কলেজের তার সাথে কারা যোগাযোগ রাখতো তা নিয়ে ও তারা সন্দিহান।আর এতে কলেজের বদনাম হয়ে গেল।-

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয়নগরের দক্ষিণ বারাসত কলেজের ছাত্র জঙ্গি সহযোগী হিসাবে গ্রেফতারের পরে কলেজ কর্তৃপক্ষ আতঙ্কিত, ভীত

আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার
 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগরঃ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে গ্রেফতার এক কলেজ পড়ুয়া। গত শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত যুবক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল কায়দার একটি শাখা সংগঠনের সঙ্গে যুক্ত বলে এসটিএফ সূত্রে খবর। জানা গিয়েছে, ধৃতের নাম মনিরুদ্দিন খান (২০)।সে মথুরাপুরের লালপুর পূর্ব রানাঘাটা এলাকার বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মনিরুদ্দিন দক্ষিণ বারাশত ধ্রবচাঁদ হালদার কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।জয়নগরের দক্ষিণ বারাসত কলেজের ছাত্র জঙ্গি সহযোগী হিসাবে গ্রেফতারের পরে কলেজ কর্তৃপক্ষ আতঙ্কিত, ভীত

অভিযোগ, আল কায়দার শাখা সংগঠন ‘আলকায়দা ইন দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট’ (একিউআইএস)-এর সঙ্গে যুক্ত। ওই সংগঠনে জঙ্গি নিয়োগ এবং পরিচয়পত্র জাল করার কাজ করতেন মনিরুদ্দিন।

আরও পড়ুন: জয়নগরে ভলিবল টুর্নামেন্ট

 

আরও পড়ুন: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের যুবক,  উদ্বিগ্ন পরিবার

জয়নগরের দক্ষিণ বারাসত কলেজের ছাত্র জঙ্গি সহযোগী হিসাবে গ্রেফতারের পরে কলেজ কর্তৃপক্ষ আতঙ্কিত, ভীত

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশম স্থানাধিকারী জয়নগরের সৌম্যদীপ দও প্রফেসর হতে চায়

গত শনিবার মথুরাপুর থানার পুলিশের সহযোগিতায় মনিরুদ্দিনকে গ্রেফতার করা হয়।আর সোমবার এ নিয়ে ধৃত ছাএের বাবা,প্রতিবেশীরা হতাশ। এলাকায় ভালো ছেলে বলে পরিচিত এই ছেলে যে জঙ্গিদের সাথে যোগাযোগ রাখে তা তাঁরা ভাবতে পারছে না।এদিকে  দঃবারাশত কলেজের প্রিন্সিপাল ডঃ সত্যব্রত সাহু ও ইতিহাস বিভাগের হেড শ্রীপ্রা হালদার বললেন,তারা রীতিমতো এই ঘটনায় আতংকিত, বিস্মিত।কলেজের তার সাথে কারা যোগাযোগ রাখতো তা নিয়ে ও তারা সন্দিহান।আর এতে কলেজের বদনাম হয়ে গেল।-