০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, মগরাহাট স্টেশন পরিদর্শন করলেন ডিআরএম

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 67
 

ওবাইদুল্লা লস্কর, মগরাহাট মগরাহাট স্টেশনের বেহাল দশা বহু বছর স্টেশনে নেই কোন শেড।  নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার হন প্রতিদিন। বর্ষায় ভিজে  ট্রেন ধরতে হয় তাদের। বুধবার স্টেশনের হাল হকিকত ঘুরে দেখলেন আধিকারিকরা। এবার কি হতে পারে মগরাহাট স্টেশনের কোন পরিবর্তন আপাতত আশায় দিন গুনছেন নিত্যযাত্রীরা।

মগরাহাট স্টেশন সম্পূর্ণ পরিদর্শন করলেন রেল আধিকারিকরা। স্টেশনের  বিভিন্ন সমস্যা এবং তার  সমাধানের রাস্তা খুঁজে বের করার চেষ্টা করেন নিত্যযাত্রীদের সঙ্গে  কথা বলে।

আরও পড়ুন: অটোর ভাড়া নিয়ে বচসা, যাত্রীকে কুপিয়ে খুন চালকের

উপস্থিত ছিলেন ডিআরএম  চেতন কুমার শ্রীবাস্তব  ছাড়াও  রেল দপ্তরের আধিকারিকরা।

আরও পড়ুন: অভিষেকের কাছে অভিযোগ জানাতেই মেরামত পথবাতি

আরও পড়ুন: বিয়েবাড়িতে নিমন্ত্রণ না পেয়ে বচসা, বরের হাতে খুন প্রতিবেশী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, মগরাহাট স্টেশন পরিদর্শন করলেন ডিআরএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
 

ওবাইদুল্লা লস্কর, মগরাহাট মগরাহাট স্টেশনের বেহাল দশা বহু বছর স্টেশনে নেই কোন শেড।  নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার হন প্রতিদিন। বর্ষায় ভিজে  ট্রেন ধরতে হয় তাদের। বুধবার স্টেশনের হাল হকিকত ঘুরে দেখলেন আধিকারিকরা। এবার কি হতে পারে মগরাহাট স্টেশনের কোন পরিবর্তন আপাতত আশায় দিন গুনছেন নিত্যযাত্রীরা।

মগরাহাট স্টেশন সম্পূর্ণ পরিদর্শন করলেন রেল আধিকারিকরা। স্টেশনের  বিভিন্ন সমস্যা এবং তার  সমাধানের রাস্তা খুঁজে বের করার চেষ্টা করেন নিত্যযাত্রীদের সঙ্গে  কথা বলে।

আরও পড়ুন: অটোর ভাড়া নিয়ে বচসা, যাত্রীকে কুপিয়ে খুন চালকের

উপস্থিত ছিলেন ডিআরএম  চেতন কুমার শ্রীবাস্তব  ছাড়াও  রেল দপ্তরের আধিকারিকরা।

আরও পড়ুন: অভিষেকের কাছে অভিযোগ জানাতেই মেরামত পথবাতি

আরও পড়ুন: বিয়েবাড়িতে নিমন্ত্রণ না পেয়ে বচসা, বরের হাতে খুন প্রতিবেশী