২০২৫ স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি পুরস্কার জিতলেন ফয়জান জাকি
- আপডেট : ১ জুন ২০২৫, রবিবার
- / 139
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ফয়জান জাকি ‘২০২৫ স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি’ জিতে তাক লাগিয়েছেন।আমেরিকায় অনুষ্ঠিত প্রতিযোগিতার ঐতিহাসিক ১০০ তম বার্ষিকী সংস্করণে ৫০,০০০ ডলার অর্থমূল্য এবং স্ক্রিপস কাপ জিতেছেন ফয়হান জাকি। জানা গিয়েছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ফয়জান জাকি ডালাসের বাসিন্দা।মাত্র ৭ বছর বয়স থেকেই বানান চর্চার পাশাপাশি নতুন শব্দ শেখার চর্চা শুরু করেছিলেন ফয়জান জাকি।
চলতি বছর ২৪৩ জন প্রতিযোগী নিয়ে ১০০ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। টেক্সাসের ডালাসের ১৩ বছর বয়সী ফয়জান জাকি কঠিন ফরাসি শব্দ “claircissement”-এর নির্ভুল বানান করে ২০২৫ সালের ‘স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি’ জিতে দর্শকদের মন জিতে নেন।পুরস্কার হিসেবে ফয়জান স্ক্রিপস কাপ ট্রফি, একটি স্মারক পদক এবং নগদ ৫০,০০০ ডলার।

সি.এম. রাইস মিডল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ফয়জানের পুরস্কার জয়ের পর ফয়জানের মা আরশিয়া কাদরি বলেন, ৭ বছর বয়সে ফয়জানের বানান চর্চা শুরু হয় পারিবারিক ভাবে। তার পরেই বানানের পাশাপাশি নতুন শব্দ শেখা উপভোগ করতে থাকে।’ ন্যদিকে ফয়জানের বাবা জাকি আনোয়ার বলেন, ‘আমরা কেবল চেয়েছিলাম সে মৌমাছির সাথে প্রতিযোগিতা করার অভিজ্ঞতা উপভোগ করুক। যদি সে কয়েকটি শব্দ বানান করতে পারে এবং কয়েকটি রাউন্ড অর্জন করতে পারে, তাহলে তা দুর্দান্ত হবে। তার এই জয় অসাধারণ!”
১০০তম বার্ষিকী উপলক্ষে বিশ্বজুড়ে ৮ থেকে ১৪ বছর বয়সী ২৪৩ জন অংশগ্রহণকারী ২৭ থেকে ৩০ মে পর্যন্ত মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারের গেইলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে জড়ো হয়েছিলেন। কিন্তু চূড়ান্ত রাউন্ডে জায়গা করে নিয়েছিলেন মাত্র ৯জন। ২১তম রাউন্ডে ফয়জান তার জয়ের খবর পেয়েই আনন্দে অভিভূত ফয়জান মেঝেতে লুটোপুটি খান।ট্রফি জয়ের পর ফয়জান বলে, এই জয়ে অভিভূত।

উল্লেখ্য, চলতি বছরের প্রতিযোগিতায় ফৈজানের জাতীয় মৌমাছিতে চতুর্থবারের মতো অংশগ্রহণ। গত বছর, টাইব্রেকার রাউন্ডে তার বন্ধু ব্রুহাত সোমার কাছে সে অল্পের জন্য হেরে ফিয়েছিল।ফয়জানের জয় কেবল শব্দের প্রতি তার ভালোবাসাকেই তুলে ধরে না, একই স্বপ্নের পিছনে ছুটে চলা অসংখ্য তরুণ স্পেলারের অনুপ্রেরণাকেও জাগিয়ে তোলে।




























