২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 156

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:  ত্রৈমাসিক হিসেবের ওপর ভিত্তি করে প্রখ্যাত বৈদ্যুতিন সামগ্রী প্রস্তুতকারী সংস্থা ফিলিপস ছাঁটাই করল চারহাজার কর্মীকে।  ফিলিপসের সিইও রয় জ্যাকবস  বলেছেন উৎপাদনশীলতার ক্রমবর্ধান হ্রাসের ফলেই সংস্থা এই সিন্ধান্ত নিতে বাধ্য  হয়েছে।

সিইও রয় জ্যাকবস   আরও বলেন,  ছাঁটাই কোম্পানি জুড়ে আনুপাতিক ভিত্তিতে হবে, তাই সবচেয়ে বেশি সংখ্যক ছাঁটাই ঘটবে ফিলিপসের সবচেয়ে যেদেশগুলিতে কর্মী সংখ্যা সবচেয়ে বেশি সেই দেশগুলিতে। যার মধ্যে আছে  মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ভারত এবং চিন  ফিলিপস তার 2021 সালের বার্ষিক প্রতিবেদনে (পিডিএফ) সারা বিশ্বে 78,000 এরও বেশি কর্মী এই মুহুর্তে ফিলিপসে কর্মরত।

 

, ফিলিপস এখনও পর্যন্ত ত্রৈমাসিক হিসেবে ১.৫  বিলিয়ন ইউরোর ক্ষতির কথা জানিয়েছে, যা গত বছরের একই সময়ে ৩৫৮ মিলিয়ন ইউরোর আয়ের তুলনায় অনেকটাই বেশি

 

ফিলিপসের চিফ ফিনান্সিয়াল অফিসার অভিজিৎ ভট্টাচার্য বলেছেন এই কর্মী সংকোচনের ফলে “আগামী তিনমাসে  প্রায় ৩০০  মিলিয়ন ইউরো সংস্থার বাঁচবে । যা ফিলিপসের উৎপাদনশীলতাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

প্রশ্ন উঠছে ফিলিপসের এই কর্মী সংকোচন কি উৎপাদনে প্রভাব ফেলবে! এই প্রশ্নের উত্তরে জ্যাকব বলছেন সমস্যা থাকবেই কিন্তু তার থেকেও উত্তরণের পথও খুঁজে পেতে হবে। আশা করি ২০২৩ এই আমরা সঙ্কটমুক্তির রাস্তা খুঁজে পাব। ফিলিপস তার  বিশ্বজোড়া সুনাম ধরে রাখতে আগ্রহী।

ফিলিপসের শীর্ষকর্তারা বলছেন বিগত দু বছরের করোনা মহামারীর জন্য অনেকটাই ধাক্কা খেয়েছে সংস্থার আর্থিক ভিত্তি। তাই ছাঁটাই এর সিদ্ধান্ত  নিতে বাধ্য হচ্ছেন তাঁরা, তবে আশা রাখা যায় শীঘ্রই ফিলিপস ঘুরে দাঁড়াবে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:  ত্রৈমাসিক হিসেবের ওপর ভিত্তি করে প্রখ্যাত বৈদ্যুতিন সামগ্রী প্রস্তুতকারী সংস্থা ফিলিপস ছাঁটাই করল চারহাজার কর্মীকে।  ফিলিপসের সিইও রয় জ্যাকবস  বলেছেন উৎপাদনশীলতার ক্রমবর্ধান হ্রাসের ফলেই সংস্থা এই সিন্ধান্ত নিতে বাধ্য  হয়েছে।

সিইও রয় জ্যাকবস   আরও বলেন,  ছাঁটাই কোম্পানি জুড়ে আনুপাতিক ভিত্তিতে হবে, তাই সবচেয়ে বেশি সংখ্যক ছাঁটাই ঘটবে ফিলিপসের সবচেয়ে যেদেশগুলিতে কর্মী সংখ্যা সবচেয়ে বেশি সেই দেশগুলিতে। যার মধ্যে আছে  মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ভারত এবং চিন  ফিলিপস তার 2021 সালের বার্ষিক প্রতিবেদনে (পিডিএফ) সারা বিশ্বে 78,000 এরও বেশি কর্মী এই মুহুর্তে ফিলিপসে কর্মরত।

 

, ফিলিপস এখনও পর্যন্ত ত্রৈমাসিক হিসেবে ১.৫  বিলিয়ন ইউরোর ক্ষতির কথা জানিয়েছে, যা গত বছরের একই সময়ে ৩৫৮ মিলিয়ন ইউরোর আয়ের তুলনায় অনেকটাই বেশি

 

ফিলিপসের চিফ ফিনান্সিয়াল অফিসার অভিজিৎ ভট্টাচার্য বলেছেন এই কর্মী সংকোচনের ফলে “আগামী তিনমাসে  প্রায় ৩০০  মিলিয়ন ইউরো সংস্থার বাঁচবে । যা ফিলিপসের উৎপাদনশীলতাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

প্রশ্ন উঠছে ফিলিপসের এই কর্মী সংকোচন কি উৎপাদনে প্রভাব ফেলবে! এই প্রশ্নের উত্তরে জ্যাকব বলছেন সমস্যা থাকবেই কিন্তু তার থেকেও উত্তরণের পথও খুঁজে পেতে হবে। আশা করি ২০২৩ এই আমরা সঙ্কটমুক্তির রাস্তা খুঁজে পাব। ফিলিপস তার  বিশ্বজোড়া সুনাম ধরে রাখতে আগ্রহী।

ফিলিপসের শীর্ষকর্তারা বলছেন বিগত দু বছরের করোনা মহামারীর জন্য অনেকটাই ধাক্কা খেয়েছে সংস্থার আর্থিক ভিত্তি। তাই ছাঁটাই এর সিদ্ধান্ত  নিতে বাধ্য হচ্ছেন তাঁরা, তবে আশা রাখা যায় শীঘ্রই ফিলিপস ঘুরে দাঁড়াবে।