০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অমরনাথে গিয়ে বিপাকে হাওড়ার ৮ পুণ্যার্থী, আতঙ্কের পরিবারে

পুবের কলম ওয়েবডেস্ক, হাওড়া: অমরনাথে গিয়ে বিপাকে পড়েছেন হাওড়ার বালির যুবতী শ্রাবন্তী রায় সহ আরও আটজন। বালি এবং অন্যান্য জায়গার মোট ন’জন মহিলা পুরুষ মিলিয়ে গত ৬ তারিখে তাঁরা জম্মু তাওয়াই এক্সপ্রেসে চাপেন। ৮ তারিখে পৌঁছান জম্মু। ১১ তারিখে তাদের যাওয়ার কথা ছিল অমরনাথ। ইতিমধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। তারপর থেকেই তাদের সমস্ত পরিকল্পনা উলোটপালোট হয়ে যায়। যাওয়ার পথে পুলোয়ামাতে তারা আটকে পড়েন। চতুর্দিক থেকে আসা নানারকম খবরে আতঙ্কিত হয়ে পড়ে শ্রাবন্তী এবং তার সঙ্গীরা। খাওয়ার অভাব, যাতায়াতে অসুবিধা, সবমিলিয়ে অসহায় আতঙ্কিত শ্রাবন্তী নিরুপায় হয়ে ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীর কাছে তাদের নিরাপদে বাড়ি ফেরানোর আবেদন জানিয়েছেন। বাড়িতে তাঁর ষাটোর্ধ মা, নানা রোগে জর্জরিত বাবা উৎকণ্ঠিত উদ্বেগে এখন প্রায় ভেঙে পড়েছেন। একমাত্র মেয়ে কবে ফিরবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর কাছে মায়ের কাতর আবেদন যে কোনও উপায়ে সুস্থভাবে সকলকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অমরনাথে গিয়ে বিপাকে হাওড়ার ৮ পুণ্যার্থী, আতঙ্কের পরিবারে

আপডেট : ১০ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক, হাওড়া: অমরনাথে গিয়ে বিপাকে পড়েছেন হাওড়ার বালির যুবতী শ্রাবন্তী রায় সহ আরও আটজন। বালি এবং অন্যান্য জায়গার মোট ন’জন মহিলা পুরুষ মিলিয়ে গত ৬ তারিখে তাঁরা জম্মু তাওয়াই এক্সপ্রেসে চাপেন। ৮ তারিখে পৌঁছান জম্মু। ১১ তারিখে তাদের যাওয়ার কথা ছিল অমরনাথ। ইতিমধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। তারপর থেকেই তাদের সমস্ত পরিকল্পনা উলোটপালোট হয়ে যায়। যাওয়ার পথে পুলোয়ামাতে তারা আটকে পড়েন। চতুর্দিক থেকে আসা নানারকম খবরে আতঙ্কিত হয়ে পড়ে শ্রাবন্তী এবং তার সঙ্গীরা। খাওয়ার অভাব, যাতায়াতে অসুবিধা, সবমিলিয়ে অসহায় আতঙ্কিত শ্রাবন্তী নিরুপায় হয়ে ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীর কাছে তাদের নিরাপদে বাড়ি ফেরানোর আবেদন জানিয়েছেন। বাড়িতে তাঁর ষাটোর্ধ মা, নানা রোগে জর্জরিত বাবা উৎকণ্ঠিত উদ্বেগে এখন প্রায় ভেঙে পড়েছেন। একমাত্র মেয়ে কবে ফিরবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর কাছে মায়ের কাতর আবেদন যে কোনও উপায়ে সুস্থভাবে সকলকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক।