০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘কুড়ি বছরের কর্মজীবনে এইরকম দেখেনি’ অনুব্রতের কেস ডায়েরি দেখে বললেন বিচারক

পুবের কলম ওয়েবডেস্ক:  শুক্রবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সিবিআই এজলাসে পেশ করা হয়েছিল জেলবন্দি অনুব্রত মণ্ডলকে। এ দিন বিচারক পুনরায় ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ জারি করেছেন। তবে এ দিন সিবিআই এজলাসের বিচারক অনুব্রতের কেস ডায়েরি দেখে অবাক হয়ে যান। পাশাপাশি মামলার শুনানি চলাকালীন জানান, তাঁর বিচারক জীবনের কুড়ি বছরে এইরকম দেখেননি। বিচারকের এহেন মন্তব্যে শুধু আসানসোল আদালত চত্বর নয়, সমগ্র বাংলার রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে। এ দিন সিবিআইয়ের কেস ডায়েরি দেখে চমকে যান বিচারক। সূত্রে প্রকাশ, সিবিআইয়ের কেস ডায়রি দেখে বিচারক রাজেশ চক্রবর্তী বলেন, ‘আমার ২০ বছরের চাকরি জীবনে এমন বিষয় দেখিনি!’ যদিও কেস ডায়েরিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী লিখেছে জানা যায়নি। পরে গরু পাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য বলেন, ‘এটা শুধু ট্রেলর, আসল সিনেমা বাকি আছে!’ ওই সিবিআই অফিসার জানান, আগামী ১৬ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে অনুব্রত জামিন মামলার শুনানির সময় গোটা কেস ডায়েরিতে কী ছিল তা প্রকাশ্যে আনবে সিবিআই। যদিও ১৬ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে জামিন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী কেষ্ট ঘনিষ্ঠরা।

উল্লেখ্য, ওইদিন দেশের প্রথম সারির আইনজীবী কপিল সিব্বালের অনুব্রতর হয়ে সওয়াল করার কথা রয়েছে। যদিও কপিল সিব্বালের মতো দুঁদে আইনজীবীর ফি কে দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারীরা নজরে রেখেছেন। এ দিকে অনুব্রত মণ্ডলের দুই ঘনিষ্ঠের জমির দলিল ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারক। সিবিআই এই দলিল দু’টো বাজেয়াপ্ত করেছিল। পাশাপাশি অনুব্রতর আইনজীবীরা তাঁর মোবাইল ফেরত চাইলে সিবিআই জানায়, ফরেনসিক ল্যাব থেকে চলে এসেছে। তদন্ত চলছে। পরে ফেরত দেওয়া হবে। তখন বিচারক এই নিয়ে সিবিআইকে পরবর্তী শুনানিতে রিপোর্ট দেওয়ার কথা বলেন। এ দিন সকালে কেষ্ট মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে জেলা আদালতে নিয়ে আসা হয়। এজলাসে সওয়াল-জবাব শুরুর আগে বীরভূমের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এই সময় অনুব্রতকে দলীয় প্রতীক দেওয়া বেশ কিছু কাগজে সই করতে দেখা যায়। জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের আগে জেলায় বিভিন্ন সভা-সমিতির অনুমতির কাগজে সই করেন তিনি। সবমিলিয়ে আরও ১৪ দিন জেলেই থাকতে হচ্ছে অনুব্রতকে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘কুড়ি বছরের কর্মজীবনে এইরকম দেখেনি’ অনুব্রতের কেস ডায়েরি দেখে বললেন বিচারক

আপডেট : ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক:  শুক্রবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সিবিআই এজলাসে পেশ করা হয়েছিল জেলবন্দি অনুব্রত মণ্ডলকে। এ দিন বিচারক পুনরায় ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ জারি করেছেন। তবে এ দিন সিবিআই এজলাসের বিচারক অনুব্রতের কেস ডায়েরি দেখে অবাক হয়ে যান। পাশাপাশি মামলার শুনানি চলাকালীন জানান, তাঁর বিচারক জীবনের কুড়ি বছরে এইরকম দেখেননি। বিচারকের এহেন মন্তব্যে শুধু আসানসোল আদালত চত্বর নয়, সমগ্র বাংলার রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে। এ দিন সিবিআইয়ের কেস ডায়েরি দেখে চমকে যান বিচারক। সূত্রে প্রকাশ, সিবিআইয়ের কেস ডায়রি দেখে বিচারক রাজেশ চক্রবর্তী বলেন, ‘আমার ২০ বছরের চাকরি জীবনে এমন বিষয় দেখিনি!’ যদিও কেস ডায়েরিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী লিখেছে জানা যায়নি। পরে গরু পাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য বলেন, ‘এটা শুধু ট্রেলর, আসল সিনেমা বাকি আছে!’ ওই সিবিআই অফিসার জানান, আগামী ১৬ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে অনুব্রত জামিন মামলার শুনানির সময় গোটা কেস ডায়েরিতে কী ছিল তা প্রকাশ্যে আনবে সিবিআই। যদিও ১৬ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে জামিন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী কেষ্ট ঘনিষ্ঠরা।

উল্লেখ্য, ওইদিন দেশের প্রথম সারির আইনজীবী কপিল সিব্বালের অনুব্রতর হয়ে সওয়াল করার কথা রয়েছে। যদিও কপিল সিব্বালের মতো দুঁদে আইনজীবীর ফি কে দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারীরা নজরে রেখেছেন। এ দিকে অনুব্রত মণ্ডলের দুই ঘনিষ্ঠের জমির দলিল ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারক। সিবিআই এই দলিল দু’টো বাজেয়াপ্ত করেছিল। পাশাপাশি অনুব্রতর আইনজীবীরা তাঁর মোবাইল ফেরত চাইলে সিবিআই জানায়, ফরেনসিক ল্যাব থেকে চলে এসেছে। তদন্ত চলছে। পরে ফেরত দেওয়া হবে। তখন বিচারক এই নিয়ে সিবিআইকে পরবর্তী শুনানিতে রিপোর্ট দেওয়ার কথা বলেন। এ দিন সকালে কেষ্ট মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে জেলা আদালতে নিয়ে আসা হয়। এজলাসে সওয়াল-জবাব শুরুর আগে বীরভূমের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এই সময় অনুব্রতকে দলীয় প্রতীক দেওয়া বেশ কিছু কাগজে সই করতে দেখা যায়। জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের আগে জেলায় বিভিন্ন সভা-সমিতির অনুমতির কাগজে সই করেন তিনি। সবমিলিয়ে আরও ১৪ দিন জেলেই থাকতে হচ্ছে অনুব্রতকে।