৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
লালবাগ মহকুমা শাসক হলেন বনমালি রায়

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, শনিবার
- / 43
পুবের কলম প্রতিবেদক: মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমা শাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন বনমালী রায়। শনিবার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি, ভগবানগোলা এক এবং দুই পঞ্চায়েত সমিতির সভাপতি। নিজ নিজ ব্লকের উন্নয়ন নিয়ে সভাপতিরা আলোচনা করেন মহকুমা শাসক শাসকের সঙ্গে। বনমালী রায় জানান, প্রতিটা ব্লকের উন্নয়নে সক্রিয় ভূমিকা থাকবে তাঁর। সরকারি কাজকর্ম যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেদিকেও সভাপতিদের নজর রাখার নির্দেশ দেন।