হাসনাবাদে এক বুথে ২৭ মৃত ভোটারের নাম থাকায় বিতর্ক, উঠছে প্রশ্ন

- আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
- / 28
পুবের কলম প্রতিবেদক : মাত্র একটা বুথে ২৭ জন মৃত মানুষের নাম জ্বলজ্বল করছে ভোটার তালিকায়। যে বুথের মোট ভোটার সংখ্যা মাত্র ৯৩৯, দু’বছর, পাঁচ বছর এমনকি ১০ বছর আগেও মারা গেছে এমন ব্যক্তির নামও ভোটার তালিকায়, যা নিয়ে উঠছে প্রশ্ন।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আমলানি পঞ্চায়েতের ২৮৪ নাম্বার বুথের এই তালিকাটি নজরে এসেছে। মিনু মন্ডল, মাখন সরদার, পূজালী সরদার এর মত ২৭ জন মানুষের নাম ভোটার তালিকা, এদের মধ্যে কেউ দু বছর আগে কেউ পাঁচ বছর আগে আবার কেউ দশ বছর আগে মারা গেছে। সকলেরই পরিবার ডেথ সার্টিফিকেট তুলেছে। কিন্তু তারপরেও জ্বলজ্বল করছে ভোটার তালিকায় তাদের নাম। তবে তাদের পরিবার কেউই বলতে পারছে না কি করে ভোটার তালিকায় তাদের পরিবারের মৃত মানুষের নাম রয়েছে।
তার কারণ তারা কোনদিন খোঁজই নেয়নি যে ভোটার তালিকা থেকে তাদের পরিবারের মৃত মানুষের নাম বাদ গিয়েছে কিজ। আর এটাই স্বাভাবিক, ডেথ সার্টিফিকেট নেওয়ার পর তার নাম ভোটার তালিকা থেকে সাধারণ পদ্ধতি অনুযায়ী বাদ চলে যাওয়ার নিয়ম।কিন্তু কীভাবে সেই নাম ভোটার তালিকায় আছে তা জানে না তাদের পরিবারগুলো।
সংশ্লিষ্ট বুথের বিএলওর দায়িত্ব এই মৃত ভোটারের তথ্য নিয়ে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার। সেখানে কি কোন খামতি ছিল? যদিও পঞ্চায়েতের উপপ্রধান নাসির উদ্দিন গাজী বলেন-এরকম ঘটনা আমার জানা নেই। জানলাম, অবশ্যই বিষয়টা আমরা দেখব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।