০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
উত্তর কোরিয়ায় প্রথম নারী বিদেশমন্ত্রী চোয়ি সন-হুই

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১১ জুন ২০২২, শনিবার
- / 34
পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর কোরিয়া তাদের দেশের প্রথম নারী বিদেশমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিবিদ চোয়ি সন-হুইকে নিয়োগ দিয়েছে। শনিবার কিম জং উনের তত্ত্বাবধানে শাসক দলের এক বৈঠকে বিদেশ মন্ত্রকের নেতৃত্ব দিতে চোয়িকে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে উত্তর কোরিয়ার সহকারি বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারদর্শী পেশাদার কূটনীতিক চোয়ি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালে কিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উত্তর কোরীয় নেতার সঙ্গী ছিলেন।