রিজার্ভব্যাঙ্ক থেকে খোয়া যায় লক্ষাধিক টাকার পুরাতন নোট, গ্রেফতার ঠিকা কর্মী
- আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
- / 61
পুবের কলম প্রতিবেদক: রিজার্ভব্যাঙ্ক থেকে চুরি গিয়েছিল নোটের বান্ডিল। এরপর দায়ের হয় পুলিশে অভিযোগ।তদন্ত শুরু করে রিজার্ভ ব্যাঙ্কেরই এক ঠিকাকর্মীকে গ্রেফতার করল হেয়ারস্ট্রীট থানার পুলিশ।
ধৃত ব্যক্তির নাম শঙ্কর সরোজ। তার বাড়ি হুগলি জেলার চন্ডীতলায়। জানা যাচ্ছে পুরনো, ছেঁড়াফাটা নোটের বান্ডিল থেকে খোয়া যায় পঞ্চাশ টাকার নোটের দুটি বান্ডিল। সব মিলিয়ে ওই বান্ডিলে টাকার পরিমাণ ছিল লক্ষাধিক টাকার বেশি।
সিসিটিভি ফুটেজ দেখে শঙ্করের ওপর সন্দেহ হয় পুলিশকর্মীদের। তাকে গ্রেফতার করে শুরু হয় জেরা। জেরার মুখে ভেঙে পড়ে শঙ্কর স্বীকার করে বান্ডিল থেকে নোট সেই সরিয়েছে। ওই পুরনো নোটের বান্ডিল যখন ট্রাঙ্কে করে নিয়ে যাওয়া হচ্ছিল অন্যত্র তখনই সেই টাকা সরায় রিজার্ভব্যাঙ্কের ওই ঠিকাকর্মী। চুরি যাওয়া টাকার কিছুটা উদ্ধার হয়েছে। বাকিটা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে কড়া নিরাপত্তায় মোড়া রিজার্ভ ব্যাঙ্কে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন । ( ১৪১)




























