২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, দাফন শনিবারে 

Pahalgam Terror Attack: শহীদ ঝন্টু আলি শেখকে গার্ড অব অনার

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 541

শফিকুল ইসলাম: জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত নদিয়ার ঝন্টু আলি শেখের দেহ শনিবার সকাল সাড়ে নটা নাগাদ তেহট্টর পাথর ঘাটার গ্রামে আসবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ঝন্টু আলি শেখ এর প্রতিবেশি আবদুল মারুফ মন্ডল জানান, সাংসদ মহুয়া মৈত্র তাদেরকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে নটা নাগাদ তার দেহ তেহট্টের পাথরঘাটা গ্রামে পৌঁছাতে পারে।

জম্মু , কাশ্মীর উধমপরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন নদিয়ার তেহট্টের পাথর ঘাটার বাসিন্দা, ভারতীয় সেনার প্যারাকমান্ডো ঝন্টু আলি শেখ। জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে তাকে শেষ বিদায় জানানো হয়েছে ভারতীয় সেনা বাহিনীর তরফে।

 

Pahalgam Terror Attack: নিন্দা শাহী ইমাম বুখারির

উল্লেখ্য, জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বহস্পতিবার সকালে সেখানে অভিযানে গিয়েছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী। সেই দলের ছিলেন ঝন্টু। জানা গিয়েছে, জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দুপক্ষের গুলির লড়াইয়ে হাবিলদার ঝন্টু আহত হন।

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তার। তার মৃত্যুর খবর পেয়েই দুপুরে নিহত সেনা কমান্ডোর পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, হাবিলদার ঝন্ট জন্মর নাগরোটা -স্থিত ১৬ নম্বর কোরের কমান্ডো ছিলেন। হোয়াইট নাইট কোর হিসাবে এই বাহিনী পরিচিত।

পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেহ ফিরিয়ে আনা থেকে সার্বিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সেনাবাহিনীর এলিট ৬ প্যারা স্পেশাল ফোর্স-এর হাবিলদার ঝন্টু উধমপুরের বসন্তগড় এলাকায় ‘অপারেশন বিড়লি গলি’ এনকাউন্টারে অংশ নিয়েছিলেন।

সেনা-জঙ্গি গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হন ঝন্টু। কিন্তু গুলিবিদ্ধ অবস্থাতেই প্রাণপণ লড়াইয়ের চেষ্টা চালিয়ে যান। কোনরকমে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। উধমপুরের বসন্তগড়ে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছিল। ঝন্টুর মৃত্যুর খবর এসে পৌঁছায় রাজ্যের প্রধান সচিবালয় নবান্নতেও।

খবর পেয়েই নদিয়ায় ঝন্টুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিহত শহীদ ঝন্টুর পরিবারের পাশে থাকার এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঝন্টু আলি শেখের নিথর দেহ বাড়িতে ফিরিয়ে আনার যাবতীয় উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, দাফন শনিবারে 

Pahalgam Terror Attack: শহীদ ঝন্টু আলি শেখকে গার্ড অব অনার

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার

শফিকুল ইসলাম: জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত নদিয়ার ঝন্টু আলি শেখের দেহ শনিবার সকাল সাড়ে নটা নাগাদ তেহট্টর পাথর ঘাটার গ্রামে আসবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ঝন্টু আলি শেখ এর প্রতিবেশি আবদুল মারুফ মন্ডল জানান, সাংসদ মহুয়া মৈত্র তাদেরকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে নটা নাগাদ তার দেহ তেহট্টের পাথরঘাটা গ্রামে পৌঁছাতে পারে।

জম্মু , কাশ্মীর উধমপরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন নদিয়ার তেহট্টের পাথর ঘাটার বাসিন্দা, ভারতীয় সেনার প্যারাকমান্ডো ঝন্টু আলি শেখ। জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে তাকে শেষ বিদায় জানানো হয়েছে ভারতীয় সেনা বাহিনীর তরফে।

 

Pahalgam Terror Attack: নিন্দা শাহী ইমাম বুখারির

উল্লেখ্য, জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বহস্পতিবার সকালে সেখানে অভিযানে গিয়েছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী। সেই দলের ছিলেন ঝন্টু। জানা গিয়েছে, জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দুপক্ষের গুলির লড়াইয়ে হাবিলদার ঝন্টু আহত হন।

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তার। তার মৃত্যুর খবর পেয়েই দুপুরে নিহত সেনা কমান্ডোর পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, হাবিলদার ঝন্ট জন্মর নাগরোটা -স্থিত ১৬ নম্বর কোরের কমান্ডো ছিলেন। হোয়াইট নাইট কোর হিসাবে এই বাহিনী পরিচিত।

পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেহ ফিরিয়ে আনা থেকে সার্বিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সেনাবাহিনীর এলিট ৬ প্যারা স্পেশাল ফোর্স-এর হাবিলদার ঝন্টু উধমপুরের বসন্তগড় এলাকায় ‘অপারেশন বিড়লি গলি’ এনকাউন্টারে অংশ নিয়েছিলেন।

সেনা-জঙ্গি গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হন ঝন্টু। কিন্তু গুলিবিদ্ধ অবস্থাতেই প্রাণপণ লড়াইয়ের চেষ্টা চালিয়ে যান। কোনরকমে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। উধমপুরের বসন্তগড়ে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছিল। ঝন্টুর মৃত্যুর খবর এসে পৌঁছায় রাজ্যের প্রধান সচিবালয় নবান্নতেও।

খবর পেয়েই নদিয়ায় ঝন্টুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিহত শহীদ ঝন্টুর পরিবারের পাশে থাকার এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঝন্টু আলি শেখের নিথর দেহ বাড়িতে ফিরিয়ে আনার যাবতীয় উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।