০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাহিত্য জগতে শোকের ছায়া, প্রয়াত প্রফুল্ল রায়

পুবের কলম ওয়েবডেস্ক:  বর্ষায় মুখ ভার আকাশের। আর এই বাদল দিনে  মনখারাপ করা খবর। সাহিত্য জগতে নক্ষত্রপতন। বৃহস্পতিবার , ১৯ জুন দুপুর তিনটের সময় প্রয়াত হয়েছেন সাহিত্যিক প্রফুল্ল রায়। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সাহিত্যিক। প্রায় মাস দুই ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হয়েছেন বাংলা সাহিত্য জগতের বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্ল রায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাহিত্য জগতে।

জন্ম ১১ সেপ্টেম্বর ১৯৩৪, অবিভক্ত বাংলাদেশে জন্ম সাহিত্যিক প্রফুল্ল রায়ের। ঢাকার বিক্রম্পুরের আটপাড়ায় জন্ম এবং বেড়ে ওঠা। ১৯৫০সালে তিনি চলে আসেন এপার বাংলায়। দীর্ঘ সময়কালে লিখেছেন বহু উপন্যাস, ছোটগল্প। কেয়াপাতার নৌকা (২০০৩), শতধারায় বয়ে যায় (২০০৬), উৎতল সময়য়ের ইতিকথা (২০১৪), নোনা জল মিঠে মাটি। তাঁর লেখা প্রতিটি অক্ষর তাঁকে অক্ষয় করেছে বাংলা সাহিত্যে।

তাঁর একাধিক লেখা নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম। ‘আকাশের নেই মানুষ’ উপন্যাসের জন্য পান বঙ্কিম পুরষ্কার। উপন্যাস ‘ক্রান্তিকাল’-এর জন্য পান সাহিত্য একাডেমি পুরষ্কার।

 

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নেতানিয়াহুর শাসন পছন্দ নয়! এক বছরে ইসরাইল ছেড়েছেন প্রায় ৭০ হাজার ইহুদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাহিত্য জগতে শোকের ছায়া, প্রয়াত প্রফুল্ল রায়

আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  বর্ষায় মুখ ভার আকাশের। আর এই বাদল দিনে  মনখারাপ করা খবর। সাহিত্য জগতে নক্ষত্রপতন। বৃহস্পতিবার , ১৯ জুন দুপুর তিনটের সময় প্রয়াত হয়েছেন সাহিত্যিক প্রফুল্ল রায়। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সাহিত্যিক। প্রায় মাস দুই ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হয়েছেন বাংলা সাহিত্য জগতের বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্ল রায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাহিত্য জগতে।

জন্ম ১১ সেপ্টেম্বর ১৯৩৪, অবিভক্ত বাংলাদেশে জন্ম সাহিত্যিক প্রফুল্ল রায়ের। ঢাকার বিক্রম্পুরের আটপাড়ায় জন্ম এবং বেড়ে ওঠা। ১৯৫০সালে তিনি চলে আসেন এপার বাংলায়। দীর্ঘ সময়কালে লিখেছেন বহু উপন্যাস, ছোটগল্প। কেয়াপাতার নৌকা (২০০৩), শতধারায় বয়ে যায় (২০০৬), উৎতল সময়য়ের ইতিকথা (২০১৪), নোনা জল মিঠে মাটি। তাঁর লেখা প্রতিটি অক্ষর তাঁকে অক্ষয় করেছে বাংলা সাহিত্যে।

তাঁর একাধিক লেখা নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম। ‘আকাশের নেই মানুষ’ উপন্যাসের জন্য পান বঙ্কিম পুরষ্কার। উপন্যাস ‘ক্রান্তিকাল’-এর জন্য পান সাহিত্য একাডেমি পুরষ্কার।