পুলিশ আরেকটু সংবেদনশীল হতে পারত: স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

- আপডেট : ১৭ মে ২০২৫, শনিবার
- / 26
পুবের কলম, ওয়েবডেস্ক: বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের অভিযানে লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আহত একাধিক আন্দোলনকারী শিক্ষকরা। পুলিশের দাবি বাধ্য হয়ে ন্যূনতম বলপ্রয়োগ করা হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগও তোলা হয়েছে। আন্দোলনের তীব্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক দলের নেতারা। মুখ্যমন্ত্রী পাশে থাকার পরও কেন আন্দোলন তা নিয়ে উঠছে প্রশ্ন। এই আবহেই এবার মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পুলিশ আরেকটু সংবেদনশীল হতে পারত।” তবে শিক্ষকদের বিকাশ ভবনের তালা ভেঙে ঢোকার ঘটনাকে সমীচিন বলে মনে করছেন না তিনি। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “তালা ভেঙে যেভাবে ভিতরে ঢোকা হয়েছে, যেভাবে গেট ভেঙে দেওয়া হয়েছে, তা আমি সমর্থন করতে পারি না।”
গত বৃহস্পতিবার সল্টলেক চত্বরে আটকে থাকা সরকারি কর্মীদের বের করার জন্যই আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছিল দাবি পুলিশের।