২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি হৃদরোগে আক্রান্ত হয়েছেন? তুমুল জল্পনা
শফিকুল ইসলাম
- আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
- / 38

SAINT PETERSBURG, RUSSIA - JULY 27 (RUSSIA OUT) Russian President Vladimir Putin grimases during the Second Summit Economic And Humanitarian Forum Russia Africa on July 27, 2023 in Saint Petersburg, Russia. 17 African leaders are participating in the Russia-African Summit. (Photo by Contributor/Getty Images)
পুবের কলম ওয়েব ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি হৃদরোগে আক্রান্ত হয়েছেন? তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। ‘জেনারেল এসভিআর’ নামে একটি টেলিগ্রাম চ্যানেলকে উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে যে রবিবার রাতের দিকে হৃদরোগে আক্রান্ত হয়েছেন পুতিন। সেদিন রাত ন’টার দিকে বেডরুম থেকে পুতিনকে উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষী। মেঝেতে পড়েছিলেন তিনি। পাশে উলটে ছিল টেবিল। তাতে খাবার ও পানীয় ছিল বলে ওই টেলিগ্রাম চ্যানেলকে উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। যে মেসেজিং অ্যাপ ক্রেমলিনের ঘনিষ্ঠ প্রাক্তন এক আধিকারিক নিয়ন্ত্রণ করেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
Tag :