০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্বেষের ট্র্যাক রেকর্ডেই আটকে শাহ,মহরম থেকে রামনবমী হিন্দুত্বই অ্যাজেন্ডা উত্তরপ্রদেশে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 13

পুবের কলম ওয়েবডেস্কঃ বিদ্বেষ এবং বিজেপি যে একে অপরের পরিপূরক তার প্রমাণ মিলল আরও একবার। বিদ্বেষভাষণই যে গোবলয়ের রাজ্যগুলিতে গেরুয়া দলের ভোট প্রচারের একমাত্র রাজনৈতিক অ্যাজেন্ডা তার  পরিচয় আগেও মিলেছে। কবর এবং শশ্মানের  তুলনা আগে টেনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মহরম এবং রামনবমীকে টেনে তোষনের রাজনীতির দাবি পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

এইদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আগে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি যখন ক্ষমতায় ছিল তখন মহরমের সময় অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া যেত।তবে রামনবমী বা  জন্মাষ্টমীর সময় বিদ্যুৎ পাওয়া যেতনা।উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি যতদিন ক্ষমতায় ছিল তারা তোষণের রাজনীতি করছে। রবিবার উত্তরপ্রদেশে পঞ্চমদফার নির্বাচনের মাঝেই আক্রমণের ঝাঁঝ বাড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সাত দফায় হচ্ছে উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন।রবিবার পঞ্চমদফার নির্বাচনের মাঝেই সমাজবাদী পার্টি এবং কংগ্রেসকে একযোগে তীব্র আক্রমণ শানালেন   অমিত শাহ। রবিবার নিজের বক্তব্যে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবকেও একহাত নেন শাহ।নিজের বক্তব্যে তিনি বলেন  অখিলেশের গুণ্ডারা বুন্দেলখণ্ডে ‘কট্টা’ বা দেশের তৈরি পিস্তল ব্যবহার করত। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেল তৈরি করতে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা করেছেন।

 

এইদিন শাহ আরও বলেন সত্তরের দশকে কংগ্রেস ‘গরবি হটাও’ স্লোগান দিয়েছিল। “তারা দারিদ্র্য দূর করতে পারেনি, কিন্তু দরিদ্র মানুষকে অপসারণ করেছিল। মোদি সরকার দরিদ্রদের কল্যাণের জন্য তাঁর দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পালন করেছেন।

রবিবার শাহ বলেন “অখিলেশ উত্তরপ্রদেশে   ডাকাতি, লুটপাট, খুন ও ধর্ষণকে  এক নম্বর করেছে… আজ আতিক আহমেদ, মুখতার আনসারি এবং আজম খান জেলে।  যদি আপনারা সাইকেল চালান ( সপার নির্বাচনী প্রতীক) এমনকি ভুল করেও চালিয়ে ফেলেন তবে কি আপনারা মনে করেন ওই দুষ্কৃতিরাও তার পরেও জেলে থাকবে।”

 

 

আপনি যদি ইউপিকে মাফিয়া এবং ‘বাহুবলী’ থেকে মুক্ত করতে চান, তবে তা কেবল বিজেপি সরকারই করতে পারে।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদ্বেষের ট্র্যাক রেকর্ডেই আটকে শাহ,মহরম থেকে রামনবমী হিন্দুত্বই অ্যাজেন্ডা উত্তরপ্রদেশে

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বিদ্বেষ এবং বিজেপি যে একে অপরের পরিপূরক তার প্রমাণ মিলল আরও একবার। বিদ্বেষভাষণই যে গোবলয়ের রাজ্যগুলিতে গেরুয়া দলের ভোট প্রচারের একমাত্র রাজনৈতিক অ্যাজেন্ডা তার  পরিচয় আগেও মিলেছে। কবর এবং শশ্মানের  তুলনা আগে টেনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মহরম এবং রামনবমীকে টেনে তোষনের রাজনীতির দাবি পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

এইদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আগে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি যখন ক্ষমতায় ছিল তখন মহরমের সময় অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া যেত।তবে রামনবমী বা  জন্মাষ্টমীর সময় বিদ্যুৎ পাওয়া যেতনা।উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি যতদিন ক্ষমতায় ছিল তারা তোষণের রাজনীতি করছে। রবিবার উত্তরপ্রদেশে পঞ্চমদফার নির্বাচনের মাঝেই আক্রমণের ঝাঁঝ বাড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সাত দফায় হচ্ছে উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন।রবিবার পঞ্চমদফার নির্বাচনের মাঝেই সমাজবাদী পার্টি এবং কংগ্রেসকে একযোগে তীব্র আক্রমণ শানালেন   অমিত শাহ। রবিবার নিজের বক্তব্যে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবকেও একহাত নেন শাহ।নিজের বক্তব্যে তিনি বলেন  অখিলেশের গুণ্ডারা বুন্দেলখণ্ডে ‘কট্টা’ বা দেশের তৈরি পিস্তল ব্যবহার করত। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেল তৈরি করতে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা করেছেন।

 

এইদিন শাহ আরও বলেন সত্তরের দশকে কংগ্রেস ‘গরবি হটাও’ স্লোগান দিয়েছিল। “তারা দারিদ্র্য দূর করতে পারেনি, কিন্তু দরিদ্র মানুষকে অপসারণ করেছিল। মোদি সরকার দরিদ্রদের কল্যাণের জন্য তাঁর দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পালন করেছেন।

রবিবার শাহ বলেন “অখিলেশ উত্তরপ্রদেশে   ডাকাতি, লুটপাট, খুন ও ধর্ষণকে  এক নম্বর করেছে… আজ আতিক আহমেদ, মুখতার আনসারি এবং আজম খান জেলে।  যদি আপনারা সাইকেল চালান ( সপার নির্বাচনী প্রতীক) এমনকি ভুল করেও চালিয়ে ফেলেন তবে কি আপনারা মনে করেন ওই দুষ্কৃতিরাও তার পরেও জেলে থাকবে।”

 

 

আপনি যদি ইউপিকে মাফিয়া এবং ‘বাহুবলী’ থেকে মুক্ত করতে চান, তবে তা কেবল বিজেপি সরকারই করতে পারে।”