২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিপুরে ফের কবর থেকে লাশ চুরি, গ্রেফতারের আশ্বাস পুলিশের

সুস্মিতা
  • আপডেট : ২৮ জুলাই ২০২৫, সোমবার
  • / 28

পুবের কলম প্রতিবেদক, নদিয়া: নদিয়ার শান্তিপুর শহরের সাড়াগড় পাড়ায় ফের কবর থেকে লাশ চুরির ঘটনা। রুস্তম আলি শেখ (৫২) নামে এক ব্যক্তির কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছিল তিন মাস আগে। গত মঙ্গলবার রাতে তার কবর থেকে লাশ তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। বুধবার সকালে এলাকাবাসীরা কবর উন্মুক্ত অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে শান্তিপুর থানায় খবর দেন। পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে। কবরের পাশে মদের বোতল পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, এই প্রথম নয়, এর আগে রাজাপুর, বাইগাছি পাড়া এবং বাগানে পাড়ার কবরস্থান থেকেও একাধিকবার লাশ চুরির ঘটনা ঘটেছে। প্রতিবছর কবর থেকে লাশ তুলে মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। কিন্তু আজ পর্যন্ত একজনও দুষ্কৃতী গ্রেফতার হয়নি। বুধবার থানায় বিক্ষুব্ধ জনতার উপস্থিতিতে শান্তিপুর থানার ওসি এবং রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদারের সঙ্গে বৈঠক হয়। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যে দোষীদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, তিন মাস আগে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান নদিয়া সফরে এসে জেলাশাসক এবং পুলিশ সুপারকে এক মাসের মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করার কথা বলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি। প্রশাসনের দাবি, তদন্ত চলছে, খুব শীঘ্রই দুষ্কৃতীদের আইনের আওতায় আনা হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শান্তিপুরে ফের কবর থেকে লাশ চুরি, গ্রেফতারের আশ্বাস পুলিশের

আপডেট : ২৮ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদক, নদিয়া: নদিয়ার শান্তিপুর শহরের সাড়াগড় পাড়ায় ফের কবর থেকে লাশ চুরির ঘটনা। রুস্তম আলি শেখ (৫২) নামে এক ব্যক্তির কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছিল তিন মাস আগে। গত মঙ্গলবার রাতে তার কবর থেকে লাশ তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। বুধবার সকালে এলাকাবাসীরা কবর উন্মুক্ত অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে শান্তিপুর থানায় খবর দেন। পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে। কবরের পাশে মদের বোতল পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, এই প্রথম নয়, এর আগে রাজাপুর, বাইগাছি পাড়া এবং বাগানে পাড়ার কবরস্থান থেকেও একাধিকবার লাশ চুরির ঘটনা ঘটেছে। প্রতিবছর কবর থেকে লাশ তুলে মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। কিন্তু আজ পর্যন্ত একজনও দুষ্কৃতী গ্রেফতার হয়নি। বুধবার থানায় বিক্ষুব্ধ জনতার উপস্থিতিতে শান্তিপুর থানার ওসি এবং রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদারের সঙ্গে বৈঠক হয়। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যে দোষীদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, তিন মাস আগে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান নদিয়া সফরে এসে জেলাশাসক এবং পুলিশ সুপারকে এক মাসের মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করার কথা বলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি। প্রশাসনের দাবি, তদন্ত চলছে, খুব শীঘ্রই দুষ্কৃতীদের আইনের আওতায় আনা হবে।