২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষুদিরাম বসুকে নিয়ে তামিল বায়োপিক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার
  • / 35

বাবুল বাঙালি: বলিউডের হিন্দি সিনেমাকে বরাবরই জোর টক্কর দিয়ে চলেছে দক্ষিণী ছবি। বিশেষ করে তামিল ছবি। সেই তামিল ছবিতে এবার স্থান পাচ্ছে বাংলার বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসুকে নিয়ে তৈরি হয়েছে তামিল ভাষায় বায়োপিক। ইন্ডিয়ান প্যানোরমা ইতিমধ্যে প্রদর্শিত হয়েছে স্বাধীনতা আন্দোলনের অন্যতম তরুণ শহিদকে নিয়ে নির্মিত ছবিটি।

ছবিটির ডিরেক্টর বিদ্যা সাগর রাজু আইএফএফআই অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের বলেন, আমি চাই সবাই ক্ষুদিরাম বসুকে জানুক চিনুক। এই পাণ্ডুলিপি তৈরির আগে আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে।

ক্ষুদিরামের জীবনী ও ঘটনাপ্রবাহ সম্পর্কে আমাকে ভালোভাবে অবহিত হতে হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে বঙ্গভঙ্গ সহ রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, বারীন্দ্রনাথ ঘোষ প্রমুখের কর্মকাণ্ড। ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক না জানা অধ্যায়, বলতে পারেন সর্বভারতীয় ক্ষেত্রে কম জানা ঘটনাবলী এই বায়োপিকে তুলে ধরা হয়েছে।

তামিল চিত্র পরিচালক বিদ্যা সাগর রাজু আরও জানান, ক্ষুদিরামের হয়ে আদালতে সওয়াল করেছিলেন ৬ আইনজীবী। ওই সময়ের বিখ্যাত আইনজীবী নরেন্দ্র কুমার বসু এই মামলা লড়েছিলেন। যদিও তাঁরা জয়ী হতে পারেননি। কারণ ক্ষুদিরাম নিজে বোমা মারা এবং হত্যার কথা অস্বীকার করতে চাননি। এই ছবিতে দেখানো হয়েছে, ভারতের প্রথম পতাকার নকশা তৈরি করেছিলেন ভগিনী নিবেদিতা।

এই ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এটি। এছাড়া ছবিতে অন্যতম ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কন্ঠে বন্দেমাতরম। ১৯০৬ সালে ভারতে প্রথম সাউন্ড রেকর্ডিংস শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে বন্দেমাতরম সংগীত পরিবেশন আমাদের রোমাঞ্চিত করেছে। দর্শকদের সমানভাবে রোমাঞ্চিত করবে।

ডিরেক্টর রাজু আরও জানান, ক্ষুদিরামের জীবনী ও ইতিহাস সম্পর্কে আমাদের টিম রীতিমতো গবেষণা করে। বাংলা বিভাগের অভিশপ্ত অধ্যায়ের সঙ্গে আমরা পরিচিত হই।

ছবিতে ক্ষুদিরামের ভূমিকায় অভিনয় করেছেন রাকেশ জাগরলমুদি। এটি তাঁর প্রথম ছবি। এছাড়া রয়েছেন বিবেক ওবেরয়, অতুল কুলকার্নি, নাসির প্রমুখ। ছবিটি হিন্দি সহ আরও সাতটি ভারতীয় ভাষায় রিলিজ হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্ষুদিরাম বসুকে নিয়ে তামিল বায়োপিক

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার

বাবুল বাঙালি: বলিউডের হিন্দি সিনেমাকে বরাবরই জোর টক্কর দিয়ে চলেছে দক্ষিণী ছবি। বিশেষ করে তামিল ছবি। সেই তামিল ছবিতে এবার স্থান পাচ্ছে বাংলার বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসুকে নিয়ে তৈরি হয়েছে তামিল ভাষায় বায়োপিক। ইন্ডিয়ান প্যানোরমা ইতিমধ্যে প্রদর্শিত হয়েছে স্বাধীনতা আন্দোলনের অন্যতম তরুণ শহিদকে নিয়ে নির্মিত ছবিটি।

ছবিটির ডিরেক্টর বিদ্যা সাগর রাজু আইএফএফআই অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের বলেন, আমি চাই সবাই ক্ষুদিরাম বসুকে জানুক চিনুক। এই পাণ্ডুলিপি তৈরির আগে আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে।

ক্ষুদিরামের জীবনী ও ঘটনাপ্রবাহ সম্পর্কে আমাকে ভালোভাবে অবহিত হতে হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে বঙ্গভঙ্গ সহ রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, বারীন্দ্রনাথ ঘোষ প্রমুখের কর্মকাণ্ড। ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক না জানা অধ্যায়, বলতে পারেন সর্বভারতীয় ক্ষেত্রে কম জানা ঘটনাবলী এই বায়োপিকে তুলে ধরা হয়েছে।

তামিল চিত্র পরিচালক বিদ্যা সাগর রাজু আরও জানান, ক্ষুদিরামের হয়ে আদালতে সওয়াল করেছিলেন ৬ আইনজীবী। ওই সময়ের বিখ্যাত আইনজীবী নরেন্দ্র কুমার বসু এই মামলা লড়েছিলেন। যদিও তাঁরা জয়ী হতে পারেননি। কারণ ক্ষুদিরাম নিজে বোমা মারা এবং হত্যার কথা অস্বীকার করতে চাননি। এই ছবিতে দেখানো হয়েছে, ভারতের প্রথম পতাকার নকশা তৈরি করেছিলেন ভগিনী নিবেদিতা।

এই ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এটি। এছাড়া ছবিতে অন্যতম ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কন্ঠে বন্দেমাতরম। ১৯০৬ সালে ভারতে প্রথম সাউন্ড রেকর্ডিংস শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে বন্দেমাতরম সংগীত পরিবেশন আমাদের রোমাঞ্চিত করেছে। দর্শকদের সমানভাবে রোমাঞ্চিত করবে।

ডিরেক্টর রাজু আরও জানান, ক্ষুদিরামের জীবনী ও ইতিহাস সম্পর্কে আমাদের টিম রীতিমতো গবেষণা করে। বাংলা বিভাগের অভিশপ্ত অধ্যায়ের সঙ্গে আমরা পরিচিত হই।

ছবিতে ক্ষুদিরামের ভূমিকায় অভিনয় করেছেন রাকেশ জাগরলমুদি। এটি তাঁর প্রথম ছবি। এছাড়া রয়েছেন বিবেক ওবেরয়, অতুল কুলকার্নি, নাসির প্রমুখ। ছবিটি হিন্দি সহ আরও সাতটি ভারতীয় ভাষায় রিলিজ হবে।