দেশের অটোমোবাইল সেক্টরকে ২৫ লক্ষ কোটির শিল্পে পরিণত করার ডাক গড়করির

- আপডেট : ১৩ জানুয়ারী ২০২৪, শনিবার
- / 21
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতকে বিশ্বের এক নম্বর অটোমোবাইল উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। দেশের অটোমোবাইল সেক্টরকে ২৫ লক্ষ কোটি টাকার শিল্পে পরিণত করার কথাও বলেন তিনি। বৃহস্পতিবার গান্ধীনগরে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে অটো নির্মাতাদের পরিচ্ছন্ন প্রযুক্তিতে, বিশেষত বৈদ্যুতিক যানবাহনগুলিতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন নীতিন গড়করি। তিনি বলেন, “আমরা সম্প্রতি জাপানকে পিছনে ফেলেছি এবং অটোমোবাইল উৎপাদনের ক্ষেত্রে তৃতীয় স্থানে পৌঁছেছি। আমাদের লক্ষ্য ২৫,০০০ লক্ষ কোটিতে পৌঁছানো। বিশ্বের এক নম্বর উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে ভারত।”
দেশের প্রধান শহরগুলির বায়ু দূষণ নিয়ে কথা বলতে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, “আমরা ৮৫ শতাংশ জীবাশ্ম জ্বালানি আমদানি করি। আমাদের দেশে ৪০ শতাংশ কার্বন ডাই অক্সাইড নির্গমন হয় পরিবহন খাতে। আমাদের এমন একটি বিকল্প খুঁজে বের করতে হবে যা আমদানি-বিকল্প, সাশ্রয়ী, দূষণমুক্ত এবং দেশীয় হবে।” তিনি আরও বলেন, ‘বিশ্বের লিথিয়াম মজুদের ৬ শতাংশ জম্মু ও কাশ্মীরে পেয়েছি। সম্প্রতি আমি দ্রুত সেটি খনন করতে বলেছি। কারণ আমরা ১,২০০ টন লিথিয়াম-আয়ন আমদানি করি। জম্মু ও কাশ্মীরে লিথিয়াম খনন শুরু হলে আমরা বিশ্বের ইভি বাজার দখল করতে পারব।’