১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভীন ধর্মের বিদেশি নারী-পুরুষের বিয়েতে বাধা দিতে পারে না রাষ্ট্র : বিচারপতি

সামিমা এহসানা
  • আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 16

পুবের কলম, ওয়েব ডেস্ক: পাত্রীর বাড়ি কানাডা, পাত্র আমেরিকার বাসিন্দা। শুধু দেশ নয়, ফারাক আছে তাদের ধর্মেও। পাত্রী হিন্দু ধর্মে বিশ্বাসী, পাত্র খ্রিস্ট ধর্মের উপাসক। কাকতালীয়ভাবে দুজনেই এখন ভারতে। নিজেদের ধর্ম অপরিবর্তিত রেখে তাঁরা বিয়ে করতে চান  এবং বিয়ে রেজিস্ট্রেশন করাতে চান স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪-র অধীনে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্র। সমাধান সূত্র পেতে ওই বিদেশি দম্পতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বুধবার ওই মামলার শুনানি করতে গিয়ে বিচারপতি যশবন্ত ভার্মা মৌখিকভাবে মন্তব্য করেন, রাষ্ট্র কোনোভাবেই ভিন ধর্মের দম্পতিদের বিয়েতে বাধা দিতে পারে না।

ওই দম্পতির পক্ষের আইনজীবী ঋষভ কাপুর বলেন, ধর্ম অপরিবর্তিত রেখে বিদেশী দম্পতিরা বিয়ে করতে চাইলে অন্য কোনো বিবাহ আইন তাদের জন্য কার্যকর হবে না। একমাত্র স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ছাড়া তাদের বিয়ের রেজিস্ট্রেশন সম্ভব নয়। উল্লেখ্য, ভারতের অন্যান্য পার্সোনাল ল যেমন হিন্দু, পার্সি, খ্রিস্টান বা ইসলামিক আইন অনুযায়ী বিয়ে করতে চাইলে দু’জন দম্পতিকে একই ধর্মের অনুসারী হতে হয়। একমাত্র স্পেশাল ম্যরেজ অ্যাক্ট ভিন্ন ধর্মাবলম্বীদের বিয়েকে স্বীকৃতি দিতে পারে, কিন্তু বিদেশিদের ক্ষেত্রে আবার এই নিয়ম খাটে না। এই মামলাটির পরবর্তী শুনানি হবে ১৫ ডিসেম্বর।

২০২১ সালেও দিল্লি হাইকোর্টে এই ধরণের একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি দায়ের করেছিলেন ফরাসি নাগরিক আরিয়ান ও আফগানিস্তানের হুসনা নুরি। তাঁরাও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এর অধীনে তাঁদের বিয়ে রেজিস্ট্রেশন করাতে চেয়েছিলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভীন ধর্মের বিদেশি নারী-পুরুষের বিয়েতে বাধা দিতে পারে না রাষ্ট্র : বিচারপতি

আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: পাত্রীর বাড়ি কানাডা, পাত্র আমেরিকার বাসিন্দা। শুধু দেশ নয়, ফারাক আছে তাদের ধর্মেও। পাত্রী হিন্দু ধর্মে বিশ্বাসী, পাত্র খ্রিস্ট ধর্মের উপাসক। কাকতালীয়ভাবে দুজনেই এখন ভারতে। নিজেদের ধর্ম অপরিবর্তিত রেখে তাঁরা বিয়ে করতে চান  এবং বিয়ে রেজিস্ট্রেশন করাতে চান স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪-র অধীনে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্র। সমাধান সূত্র পেতে ওই বিদেশি দম্পতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বুধবার ওই মামলার শুনানি করতে গিয়ে বিচারপতি যশবন্ত ভার্মা মৌখিকভাবে মন্তব্য করেন, রাষ্ট্র কোনোভাবেই ভিন ধর্মের দম্পতিদের বিয়েতে বাধা দিতে পারে না।

ওই দম্পতির পক্ষের আইনজীবী ঋষভ কাপুর বলেন, ধর্ম অপরিবর্তিত রেখে বিদেশী দম্পতিরা বিয়ে করতে চাইলে অন্য কোনো বিবাহ আইন তাদের জন্য কার্যকর হবে না। একমাত্র স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ছাড়া তাদের বিয়ের রেজিস্ট্রেশন সম্ভব নয়। উল্লেখ্য, ভারতের অন্যান্য পার্সোনাল ল যেমন হিন্দু, পার্সি, খ্রিস্টান বা ইসলামিক আইন অনুযায়ী বিয়ে করতে চাইলে দু’জন দম্পতিকে একই ধর্মের অনুসারী হতে হয়। একমাত্র স্পেশাল ম্যরেজ অ্যাক্ট ভিন্ন ধর্মাবলম্বীদের বিয়েকে স্বীকৃতি দিতে পারে, কিন্তু বিদেশিদের ক্ষেত্রে আবার এই নিয়ম খাটে না। এই মামলাটির পরবর্তী শুনানি হবে ১৫ ডিসেম্বর।

২০২১ সালেও দিল্লি হাইকোর্টে এই ধরণের একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি দায়ের করেছিলেন ফরাসি নাগরিক আরিয়ান ও আফগানিস্তানের হুসনা নুরি। তাঁরাও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এর অধীনে তাঁদের বিয়ে রেজিস্ট্রেশন করাতে চেয়েছিলেন।