২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন খবরদারির দিন শেষ: ল্যাভরভ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার
  • / 50

Sergey Lavrov Minister of Foreign Affairs of Russia delivers speech at the Conference on Disarmament UN Photo / Emmanuel Hungrecker

 

 

আরও পড়ুন: পুতিনের অসুস্থতা গুজব: ল্যাভরভ

পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা ও তার মিত্রদের ব্যাপক সমালোচনা করেছেন। তার বক্তব্য, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চায়। তারা মারাত্মক রুশফোবিয়া ছড়াতে ব্যস্ত। ল্যাভরভের মতে, তারা যেভাবে রাশিয়ার বিরুদ্ধে লেগেছে, তা নজিরবিহীন ও কদর্য মানসিকতার পরিচয়। ল্যাভরভের অভিযোগ, পশ্চিমারা শুধু যুদ্ধে রাশিয়াকে পরাজিত দেখতে চায় না, তারা রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে চায়। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে গত কয়েকদিন ধরে রাশিয়ার তীব্র সমালোচনা চলছে। এতে নেতৃত্ব দিচ্ছে মূলত ওয়াশিংটন। রাশিয়ার পক্ষ থেকে ল্যাভরভ সেসব সমালোচনার জবাব দিতে গিয়ে পশ্চিমাদের আক্রমণ করেছেন। তিনি কড়া ভাষায় পশ্চিমাদের নিন্দা করেন। ল্যাভরভ বলেন, ‘আমেরিকা চায় পুরো বিশ্ব তাদের চেয়ে পিছিয়ে থাকুক। কিন্তু পুরো বিশ্ব তাদের পেছনে থাকতে রাজি নয়। আমেরিকা ১৯ শতকে গোটা বিশ্বে মার্কিন নীতি চাপিয়ে দিয়েছিল। ২০ শতকে ঠাণ্ডা যুদ্ধের নামে খবরদারি চালিয়েছিল। তারা একাই পুরো বিশ্ব শাসন করতে চেয়েছে বারবার। কিন্তু সেই দিন আর নেই। এখন সবাই নিজ ইচ্ছা অনুযায়ী এগোতে চায়, বিশ্বের বুকে মাথা তুলতে চায়।’ রুশ বিদেশমন্ত্রী বলেন, ঠাণ্ডাযুদ্ধে আমেরিকা নিজেদের বিজয়ী ঘোষণা করে মনে করেছিল, পুরো বিশ্ব তাদের পদতলে চলে গেছে কিংবা পৃথিবীর একচ্ছত্র আধিপত্য তারা দখল করেছে। তারা একপর্যায়ে নিজেকে স্বঘোষিত ‘বিশ্বপ্রভু’ হিসেবে ভাবতেও শুরু করে। ল্যাভরভ মনে করেন, আমেরিকা একই উদ্দেশ্যে তাইওয়ানকে টার্গেট করে ‘আগুন নিয়ে খেলছে’। ইউক্রেন যুদ্ধের ধোয়া তুলে তারা মস্কোর ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। গত শুক্রবার ও শনিবার ল্যাভরভ ইউক্রেনের দখল করা অঞ্চলে গণভোটকে সমর্থন করেন। তিনি বলেন, এসব অঞ্চল শতশত বছর ধরে রুশ নাগরিকরা তাদের পারিবারিক ঐতিহ্য নিয়ে বসবাস করে আসছে। সেখানে তাদের জমি-সম্পদ রয়েছে। তাই এই অঞ্চলগুলিকে রাশিয়া রক্ষা করবেই।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন খবরদারির দিন শেষ: ল্যাভরভ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: পুতিনের অসুস্থতা গুজব: ল্যাভরভ

পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা ও তার মিত্রদের ব্যাপক সমালোচনা করেছেন। তার বক্তব্য, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চায়। তারা মারাত্মক রুশফোবিয়া ছড়াতে ব্যস্ত। ল্যাভরভের মতে, তারা যেভাবে রাশিয়ার বিরুদ্ধে লেগেছে, তা নজিরবিহীন ও কদর্য মানসিকতার পরিচয়। ল্যাভরভের অভিযোগ, পশ্চিমারা শুধু যুদ্ধে রাশিয়াকে পরাজিত দেখতে চায় না, তারা রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে চায়। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে গত কয়েকদিন ধরে রাশিয়ার তীব্র সমালোচনা চলছে। এতে নেতৃত্ব দিচ্ছে মূলত ওয়াশিংটন। রাশিয়ার পক্ষ থেকে ল্যাভরভ সেসব সমালোচনার জবাব দিতে গিয়ে পশ্চিমাদের আক্রমণ করেছেন। তিনি কড়া ভাষায় পশ্চিমাদের নিন্দা করেন। ল্যাভরভ বলেন, ‘আমেরিকা চায় পুরো বিশ্ব তাদের চেয়ে পিছিয়ে থাকুক। কিন্তু পুরো বিশ্ব তাদের পেছনে থাকতে রাজি নয়। আমেরিকা ১৯ শতকে গোটা বিশ্বে মার্কিন নীতি চাপিয়ে দিয়েছিল। ২০ শতকে ঠাণ্ডা যুদ্ধের নামে খবরদারি চালিয়েছিল। তারা একাই পুরো বিশ্ব শাসন করতে চেয়েছে বারবার। কিন্তু সেই দিন আর নেই। এখন সবাই নিজ ইচ্ছা অনুযায়ী এগোতে চায়, বিশ্বের বুকে মাথা তুলতে চায়।’ রুশ বিদেশমন্ত্রী বলেন, ঠাণ্ডাযুদ্ধে আমেরিকা নিজেদের বিজয়ী ঘোষণা করে মনে করেছিল, পুরো বিশ্ব তাদের পদতলে চলে গেছে কিংবা পৃথিবীর একচ্ছত্র আধিপত্য তারা দখল করেছে। তারা একপর্যায়ে নিজেকে স্বঘোষিত ‘বিশ্বপ্রভু’ হিসেবে ভাবতেও শুরু করে। ল্যাভরভ মনে করেন, আমেরিকা একই উদ্দেশ্যে তাইওয়ানকে টার্গেট করে ‘আগুন নিয়ে খেলছে’। ইউক্রেন যুদ্ধের ধোয়া তুলে তারা মস্কোর ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। গত শুক্রবার ও শনিবার ল্যাভরভ ইউক্রেনের দখল করা অঞ্চলে গণভোটকে সমর্থন করেন। তিনি বলেন, এসব অঞ্চল শতশত বছর ধরে রুশ নাগরিকরা তাদের পারিবারিক ঐতিহ্য নিয়ে বসবাস করে আসছে। সেখানে তাদের জমি-সম্পদ রয়েছে। তাই এই অঞ্চলগুলিকে রাশিয়া রক্ষা করবেই।