০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিনিটে ১;১৪০ তালি বাজিয়ে বিশ্বরেকর্ড!

ইমামা খাতুন
  • আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার
  • / 36

পুবের কলম ওয়েব ডেস্ক: গিনেস রেকর্ডস মানেই অভিনব সব কাণ্ড। এবার ১ মিনিটে ১;১৪০ বার হাততালি দিয়ে রেকর্ড গড়েছেন ডাল্টন মেয়ার নামে ২০ বছরের এক যুবক। আন্তর্জাতিক সংস্থাটি ইউটিউব চ্যানেলে ওই হাততালির ভিডিয়ো প্রকাশ করেছে। এতে দেখা যায়; পাশে একটি ঘড়ি রেখে টানা হাততালি দিচ্ছেন ওই যুবক। আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের ডেভেনপোর্ট শহরের বাসিন্দা ডাল্টন।

হাইস্কুলে পড়ার সময় থেকেই এই তরুরে দ্রুত হাততালি দেওয়ার শখ চাপে। পরে হাততালি দেওয়ার অনুশীলন শুরু করেন তিনি। শিখতে থাকেন এ-সংক্রান্ত কৌশল। এখন এক মিনিটে টানা ১;১৪০ বার হাততালি দিতে পারেন ডাল্টন। অর্থাৎ প্রতি সেকেন্ডে ১৯ বার হাততালি দেন তিনি।

আরও পড়ুন: কিডনি থেকে সবচেয়ে বড় পাথর অপসারণ করে বিশ্ব রেকর্ড

মূলত ইউটিউবের ভিডিয়ো দেখে এই শখ চেপেছিল ডাল্টনের। কার তিনি কেন্ট ফ্রেঞ্চের একটি ভিডিয়ো দেখেছিলেন। কেন্ট ফ্রেঞ্চ সবচেয়ে দ্রুত হাততালি দেওয়ার জন্য বিশ্বে পরিচিত।

আরও পড়ুন: ৬ ঘণ্টায় ২১৪৩ বিয়ে, বিশ্ব রেকর্ড রাজস্থানে  

এতদিন পর্যন্ত এক মিনিটে সবচেয়ে বেশি ১;১০৩ বার হাততালি দেওয়ার বিশ্বরেকর্ড ছিল এলি বিশপের দখলে। এলির সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ডাল্টন। এক মিনিটে এলির চেয়ে অতিরিক্ত ৩৭ বার হাততালি দিয়ে ডাল্টন এই রেকর্ড নিজের করে নিয়েছেন।

আরও পড়ুন: অবিকল মানুষের মতো দাঁত! বিশ্ব রেকর্ড গড়ল দৈত্যকার মাছ

ডাল্টন বলেন; ‘অনুশীলন ছাড়াই আমি সহজাতভাবে দ্রুত হাততালি দিতে পারি। তবে অনুশীলন ও কৌশল শেখার পর এই গতি বেড়েছে। এখন আমি দ্রুততম সময়ে সবচেয়ে বেশিবার হাততালি দেওয়ার কৌশল আয়ত্ত করে স্বীকৃতি পেয়েছি।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিনিটে ১;১৪০ তালি বাজিয়ে বিশ্বরেকর্ড!

আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: গিনেস রেকর্ডস মানেই অভিনব সব কাণ্ড। এবার ১ মিনিটে ১;১৪০ বার হাততালি দিয়ে রেকর্ড গড়েছেন ডাল্টন মেয়ার নামে ২০ বছরের এক যুবক। আন্তর্জাতিক সংস্থাটি ইউটিউব চ্যানেলে ওই হাততালির ভিডিয়ো প্রকাশ করেছে। এতে দেখা যায়; পাশে একটি ঘড়ি রেখে টানা হাততালি দিচ্ছেন ওই যুবক। আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের ডেভেনপোর্ট শহরের বাসিন্দা ডাল্টন।

হাইস্কুলে পড়ার সময় থেকেই এই তরুরে দ্রুত হাততালি দেওয়ার শখ চাপে। পরে হাততালি দেওয়ার অনুশীলন শুরু করেন তিনি। শিখতে থাকেন এ-সংক্রান্ত কৌশল। এখন এক মিনিটে টানা ১;১৪০ বার হাততালি দিতে পারেন ডাল্টন। অর্থাৎ প্রতি সেকেন্ডে ১৯ বার হাততালি দেন তিনি।

আরও পড়ুন: কিডনি থেকে সবচেয়ে বড় পাথর অপসারণ করে বিশ্ব রেকর্ড

মূলত ইউটিউবের ভিডিয়ো দেখে এই শখ চেপেছিল ডাল্টনের। কার তিনি কেন্ট ফ্রেঞ্চের একটি ভিডিয়ো দেখেছিলেন। কেন্ট ফ্রেঞ্চ সবচেয়ে দ্রুত হাততালি দেওয়ার জন্য বিশ্বে পরিচিত।

আরও পড়ুন: ৬ ঘণ্টায় ২১৪৩ বিয়ে, বিশ্ব রেকর্ড রাজস্থানে  

এতদিন পর্যন্ত এক মিনিটে সবচেয়ে বেশি ১;১০৩ বার হাততালি দেওয়ার বিশ্বরেকর্ড ছিল এলি বিশপের দখলে। এলির সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ডাল্টন। এক মিনিটে এলির চেয়ে অতিরিক্ত ৩৭ বার হাততালি দিয়ে ডাল্টন এই রেকর্ড নিজের করে নিয়েছেন।

আরও পড়ুন: অবিকল মানুষের মতো দাঁত! বিশ্ব রেকর্ড গড়ল দৈত্যকার মাছ

ডাল্টন বলেন; ‘অনুশীলন ছাড়াই আমি সহজাতভাবে দ্রুত হাততালি দিতে পারি। তবে অনুশীলন ও কৌশল শেখার পর এই গতি বেড়েছে। এখন আমি দ্রুততম সময়ে সবচেয়ে বেশিবার হাততালি দেওয়ার কৌশল আয়ত্ত করে স্বীকৃতি পেয়েছি।’