০৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া সফরে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

ইমামা খাতুন
  • আপডেট : ৪ মে ২০২৫, রবিবার
  • / 21

বেজিং, ৪ মে: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ৭ থেকে ১০ মে সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার ক্রেমলিন প্রেস সার্ভিস এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রধান প্রধান দিকগুলো আলোচনা করবেন দু’নেতা। এর মধ্যে রয়েছে চিন-রাশিয়া ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা, সেই সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াবলি।

এছাড়া দু’নেতা বেশ কয়েকটি চুক্তিতে সই করবেন বলেও ক্রেমলিন জানিয়েছে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, চিনের রাষ্ট্রপতি ৯ মে মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়া সফরে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

আপডেট : ৪ মে ২০২৫, রবিবার

বেজিং, ৪ মে: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ৭ থেকে ১০ মে সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার ক্রেমলিন প্রেস সার্ভিস এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রধান প্রধান দিকগুলো আলোচনা করবেন দু’নেতা। এর মধ্যে রয়েছে চিন-রাশিয়া ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা, সেই সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াবলি।

এছাড়া দু’নেতা বেশ কয়েকটি চুক্তিতে সই করবেন বলেও ক্রেমলিন জানিয়েছে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, চিনের রাষ্ট্রপতি ৯ মে মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন।