২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় হুগলী সেতুতে দুর্ঘটনা ঘাতক বাস কেড়ে নিলো স্কুটি আরোহীর প্রাণ, জখম আরও এক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার
  • / 38

আইভি আদক, হাওড়াঃ দ্বিতীয় হুগলী সেতুতে পথ দুর্ঘটনা। বিহারগামী যাত্রীবোঝাই বাসের ধাক্কা স্কুটিতে। মৃত এক আরোহী। গুরুতর জখম অন্যজন। জানা গেছে, কলকাতা থেকে স্কুটি করে  হাওড়া আসার পথে বাসটি ধাক্কা মারা স্কুটিতে। কলকাতার দিক থেকে হাওড়ার দিকে আসার টোল প্লাজার কিছুটা আগে বুধবার ঘটে ওই দুর্ঘটনা। স্কুটিতে ছিলেন দুই আরোহী। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বিহারগামী বেসরকারি বাসটি যাত্রী নিয়ে কলকাতা থেকে বিহার যাচ্ছিল।ধাক্কা মারার পর বাস নিয়ে চালক পালিয়ে যাবার চেষ্টা করে।কোনা এক্সপ্রেসওয়ে থেকে বাসটি আটক করেছে ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন: ইসরাইলি হামলায় শহিদ হামাস নেতা Salah al-Bardawil

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্বিতীয় হুগলী সেতুতে দুর্ঘটনা ঘাতক বাস কেড়ে নিলো স্কুটি আরোহীর প্রাণ, জখম আরও এক

আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার

আইভি আদক, হাওড়াঃ দ্বিতীয় হুগলী সেতুতে পথ দুর্ঘটনা। বিহারগামী যাত্রীবোঝাই বাসের ধাক্কা স্কুটিতে। মৃত এক আরোহী। গুরুতর জখম অন্যজন। জানা গেছে, কলকাতা থেকে স্কুটি করে  হাওড়া আসার পথে বাসটি ধাক্কা মারা স্কুটিতে। কলকাতার দিক থেকে হাওড়ার দিকে আসার টোল প্লাজার কিছুটা আগে বুধবার ঘটে ওই দুর্ঘটনা। স্কুটিতে ছিলেন দুই আরোহী। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বিহারগামী বেসরকারি বাসটি যাত্রী নিয়ে কলকাতা থেকে বিহার যাচ্ছিল।ধাক্কা মারার পর বাস নিয়ে চালক পালিয়ে যাবার চেষ্টা করে।কোনা এক্সপ্রেসওয়ে থেকে বাসটি আটক করেছে ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন: ইসরাইলি হামলায় শহিদ হামাস নেতা Salah al-Bardawil