০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রায় তিনবছর পর ঈদের সকালে রিজওয়ানুরের বাড়িতে মমতা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ মে ২০২২, মঙ্গলবার
  • / 9

 

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় তিনবছর পর মঙ্গলবার ঈদের সকালে প্রয়াত রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রিজওয়ানুরের স্মৃতিস্তম্ভে মাল্যদানও করেন মমতা। এইদিন সকালে মুখ্যমন্ত্রী রেডরোডে যান। সেখানে নামাজের জন্য জমায়েত হওয়া মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান। এরপর সোজা চলে আসেন পার্কসার্কাসে রিজের বাড়িতে। মাল্যদানের পাশাপাশি কথা বলেন রিজের মা, দাদা রুকবানুর এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে।

আরও পড়ুন: নবান্ন থেকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা

২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যুতে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সেই দিনের বিরোধী দলনেত্রী আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। রুকবানুর রহমান রিজের দাদ পা রেখেছেন রাজনীতিতে। বিধায়কও হয়েছেন। রিজের পরিবারের খোঁজ নিয় রাখেন মমতা। মহামারী পরবর্তী সময়ে প্রায় তিনবছর পর তিনি এলেন রিজওয়ানুর রহমানের বাড়িতে।

আরও পড়ুন: ২৬-এ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে তৃণমূলঃ মমতা

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রায় তিনবছর পর ঈদের সকালে রিজওয়ানুরের বাড়িতে মমতা

আপডেট : ৩ মে ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় তিনবছর পর মঙ্গলবার ঈদের সকালে প্রয়াত রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রিজওয়ানুরের স্মৃতিস্তম্ভে মাল্যদানও করেন মমতা। এইদিন সকালে মুখ্যমন্ত্রী রেডরোডে যান। সেখানে নামাজের জন্য জমায়েত হওয়া মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান। এরপর সোজা চলে আসেন পার্কসার্কাসে রিজের বাড়িতে। মাল্যদানের পাশাপাশি কথা বলেন রিজের মা, দাদা রুকবানুর এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে।

আরও পড়ুন: নবান্ন থেকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা

২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যুতে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সেই দিনের বিরোধী দলনেত্রী আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। রুকবানুর রহমান রিজের দাদ পা রেখেছেন রাজনীতিতে। বিধায়কও হয়েছেন। রিজের পরিবারের খোঁজ নিয় রাখেন মমতা। মহামারী পরবর্তী সময়ে প্রায় তিনবছর পর তিনি এলেন রিজওয়ানুর রহমানের বাড়িতে।

আরও পড়ুন: ২৬-এ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে তৃণমূলঃ মমতা