Breaking: মালদার বিবস্ত্র কাণ্ডে আটক ৫

- আপডেট : ২২ জুলাই ২০২৩, শনিবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: মালদার বিবস্ত্র কাণ্ডে আটক ৫। ঘটনার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ জানিয়েছে পুলিশ।
মণিপুরের পর এবার পশ্চিমবঙ্গের মালদা। মণিপুরে দুই কুকি মহিলাকে গণধর্ষণের পর রাস্তায় বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় লজ্জায় মুখ ঢেকেছিল গোটা দেশ। ফের সেই ঘটনায় পুনরাবৃত্তি ঘটল মালদায়। দুই মহিলাকে বেধড়ক মারধর করে তাদের বিবস্ত্র করা হল। তার পরেও তার চুলের মুটি ধরে জুতো-চটি দিয়ে চলল বেধড়ক মারধর চালালো প্রমীলা বাহিনী। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদা জেলার পাকুয়াহাট এলাকায় প্রতি মঙ্গলবার এখানে সাপ্তাহিক হাট বসে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও-এ দেখা যায় জনসাধারণ বাজারে পকেটমার সন্দেহে দুই নারীকে আটকে রেখে তাদের জামা কাপড় ছিঁড়ে দিয়ে তাদের বিবস্ত্র করে মারধর করা হচ্ছে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল। আক্রান্তের পরিবারের অভিযোগ, দুই মহিলা হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন।