০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতা পদযাত্রা শিবপুর থানার উদ্যোগে
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার
- / 19
আইভি আদকঃ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতা পদযাত্রা হলো হাওড়ার শিবপুর থানার উদ্যোগে। রবিবার সকালে ওই পদযাত্রার সূচনা করেন হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল কে কান্নন।
উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিকরা। হাওড়া শিবপুর কাজীপাড়ার মোড় থেকে এদিন পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রায় হাওড়া শিবপুর থানার পুলিশ কর্মীরা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাও অংশগ্রহণ করেন। মানুষকে সচেতন করতে হাতে পোস্টার ব্যানার নিয়ে হাওড়ার শিবপুর অঞ্চলে এই পদযাত্রা হয়।