বকুলতলা থানার তৎপরতায় চুরির কিনারা ,শ্রীঘরে দুই তস্কর
- আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
- / 11
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বকুলতলা : গত জানুয়ারি মাসে বকুলতলা এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনার কিনারা করলো বকুলতলা থানার পুলিশ।জানুয়ারি মাসে বকুলতলা থানা এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঐ গৃহস্থ থানায় অভিযোগ করেন। বকুলতলা থানার ওসি তাপস মন্ডলের নির্দেশে তদন্ত নামে এস আই জয়দেব দাস। গোপন সূএে খবর পেয়ে শনিবার পুলিশের বিশেষ টিম বুড়োরঘাট এলাকা থেকে গ্রেফতার করে দুই দূস্কৃতিকে।
ধৃত দুজন হল নজরুল গাজী অরফে পচা,বাড়ি জয়নগর মজিলপুর পৌরসভার ঘটক পাড়া এলাকায় এবং আসাদুল সেখ, বাড়ি জয়নগর থানার বহড়ু দিঘীরপাড় এলাকায়।ধৃতদের জিজ্ঞেসাবাদ করে পুলিশ জানুয়ারি মাসে বকুলতলা এলাকায় চুরির কিনারা করলো।ধৃতদের রবিবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।