১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বকুলতলা থানার  তৎপরতায়  চুরির কিনারা ,শ্রীঘরে দুই তস্কর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 11

 

 

আরও পড়ুন: পিছিয়ে পড়াদের সামনে আনতে ‘সমব্যথী’–র নানা কর্মকাণ্ড

 

আরও পড়ুন: বাড়ির ভিতর ভাড়াটের বেআইনি কাজের দায়ভার নিতে হবে মালিককেই,রায় বম্বে হাইকোর্টের

 

আরও পড়ুন: মেয়ে অর্পিতার কর্মকাণ্ড সম্পর্কে তার মা, যা জানালেন

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বকুলতলা : গত জানুয়ারি মাসে বকুলতলা এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনার কিনারা করলো বকুলতলা থানার পুলিশ।জানুয়ারি মাসে বকুলতলা থানা এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঐ গৃহস্থ থানায় অভিযোগ করেন।   বকুলতলা থানার ওসি তাপস মন্ডলের নির্দেশে তদন্ত নামে এস আই জয়দেব দাস। গোপন সূএে খবর পেয়ে শনিবার  পুলিশের বিশেষ টিম বুড়োরঘাট এলাকা থেকে গ্রেফতার করে দুই দূস্কৃতিকে।

 

ধৃত দুজন হল নজরুল গাজী অরফে পচা,বাড়ি জয়নগর মজিলপুর পৌরসভার ঘটক পাড়া এলাকায় এবং আসাদুল সেখ, বাড়ি জয়নগর থানার বহড়ু দিঘীরপাড় এলাকায়।ধৃতদের জিজ্ঞেসাবাদ করে পুলিশ জানুয়ারি মাসে বকুলতলা এলাকায় চুরির কিনারা করলো।ধৃতদের রবিবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বকুলতলা থানার  তৎপরতায়  চুরির কিনারা ,শ্রীঘরে দুই তস্কর

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

 

 

আরও পড়ুন: পিছিয়ে পড়াদের সামনে আনতে ‘সমব্যথী’–র নানা কর্মকাণ্ড

 

আরও পড়ুন: বাড়ির ভিতর ভাড়াটের বেআইনি কাজের দায়ভার নিতে হবে মালিককেই,রায় বম্বে হাইকোর্টের

 

আরও পড়ুন: মেয়ে অর্পিতার কর্মকাণ্ড সম্পর্কে তার মা, যা জানালেন

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বকুলতলা : গত জানুয়ারি মাসে বকুলতলা এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনার কিনারা করলো বকুলতলা থানার পুলিশ।জানুয়ারি মাসে বকুলতলা থানা এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঐ গৃহস্থ থানায় অভিযোগ করেন।   বকুলতলা থানার ওসি তাপস মন্ডলের নির্দেশে তদন্ত নামে এস আই জয়দেব দাস। গোপন সূএে খবর পেয়ে শনিবার  পুলিশের বিশেষ টিম বুড়োরঘাট এলাকা থেকে গ্রেফতার করে দুই দূস্কৃতিকে।

 

ধৃত দুজন হল নজরুল গাজী অরফে পচা,বাড়ি জয়নগর মজিলপুর পৌরসভার ঘটক পাড়া এলাকায় এবং আসাদুল সেখ, বাড়ি জয়নগর থানার বহড়ু দিঘীরপাড় এলাকায়।ধৃতদের জিজ্ঞেসাবাদ করে পুলিশ জানুয়ারি মাসে বকুলতলা এলাকায় চুরির কিনারা করলো।ধৃতদের রবিবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।