রেডিয়েশন থেরাপি নিচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

- আপডেট : ১২ অক্টোবর ২০২৫, রবিবার
- / 106
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন ও হরমোন থেরাপি নেওয়া শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের মুখপাত্র বলেন, প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি এবং হরমোন চিকিৎসা নিচ্ছেন। আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রোস্টেট ক্যান্সার হল পুরুষদের মধ্যে সবচেয়ে প্রচলিত ক্যান্সার।
গত মে মাসে বাইডেনের ক্যানসার হওয়ার কথা প্রথমবারের মতো প্রকাশ্যে আসে। তখন ৮২ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, বাইডেনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছে, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে। ক্যানসার শনাক্তের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জো বাইডেন লেখেন, ‘ক্যানসার আমাদের সবাইকে স্পর্শ করে। আপনাদের অনেকের মতো, জিল ও আমিও এই বিষয়টি বুঝতে শিখেছি যে ভঙ্গুর অবস্থায় আমরা সবচেয়ে বেশি শক্তিশালী হই। ভালোবাসা ও সমর্থন নিয়ে আমাদের পাশে থাকায় আপনাদের ধন্যবাদ।’ বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন ২০১৫ সালে ক্যানসারে মারা গিয়েছিলেন। প্রোস্টেট ক্যান্সারের আগ্রাসী আচরণ নির্ধারণ করা হয় ‘গ্লিসন স্কোর’ নামের একটি পদ্ধতিতে। এই স্কোর ৬ থেকে ১০ পর্যন্ত হয়। এর মধ্যে ৮, ৯ ও ১০ স্কোরযুক্ত ক্যান্সারগুলো সাধারণত বেশি আগ্রাসীভাবে আচরণ করে। বাইডেনের দফতর জানিয়েছে, তার গ্লিসন স্কোর ৯, যা ইঙ্গিত দেয় যে তার প্রোস্টেট ক্যান্সারটি অত্যন্ত আগ্রাসী প্রকৃতির। তবে রোগটি হরমোন-সংবেদনশীল, অর্থাৎ এটি হরমোনভিত্তিক চিকিৎসায় ভালো সাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাইডেন আগামী মাসে ৮৩ বছর পূর্ণ করবেন।