নওসাদ প্রসঙ্গে মুখ খুললেন বিমান

- আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
- / 61
পুবের কলম প্রতিবেদক: দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সভা থেকে গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। তারপর থেকে নানা মামলায় জেলেই রয়েছেন তিনি। কেটে গিয়েছে অনেকদিন। এবার তা নিয়ে মুখ খুললেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায়।
বুধবার তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, এতদিন জেলে রাখার কোনও কারণ নেই’। শুধু তাই নয়, তিনি আরও বলেন, ‘বিচারপতি চাইলে জামিন দিতেই পারতেন। আইনজীবী হিসেবে এটা মনে করি’।
এ দিন নওসাদের জেল হেফাজত নিয়ে অধ্যক্ষকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার জবাবে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, তিনি একজন আইনজীবী, তাই তাঁর মনে হয় নওসাদকে জেলে রাখার কোনও কারণ নেই। তাঁর কথায়, ‘ওঁর আইনজীবীদের উচিত ছিল এ বিষয়ে যুক্তিযুক্তভাবে পদক্ষেপ করা। আমি ব্যক্তিগতভাবে এত দিন জেলে রাখার মতো কারণ আছে বলে মনে করি না।’
এ দিন কলকাতা হাইকোর্টে নওসাদদের জেলে রাখা আদালতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য। এ নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিচারপতিরা তো বেল দিতেই পারেন। এমন কথা বলার কী মানে আছে? তিনি তো নির্দেশ দিতেই পারেন। বিচারপতি হিসেবে যদি উনি মনেই করেন যে, জামিন হয়ে যাওয়া উচিত ছিল। সেভাবে তিনি নির্দেশ দিতেই পারেন। বেল হয়ে যাবে বলেই আইনজীবী হিসেবে মনে করি।?
তিনি কী বিধানসভার অধ্যক্ষ হিসাবে নওসাদ নিয়ে মন্তব্য করছেন? এ নিয়ে অধ্যক্ষের জবাব, ‘স্পিকার বা বিধায়ক হিসেবে নয়। আইনজীবী হিসেবে মনে করি না ওর এত দিন জেলে থাকা উচিত।’
এ দিকে অধ্যক্ষ বিমানের মন্তব্য নিয়ে আইএসএফ-এর মুখপাত্র জুবি সাহা বলেন, দেরিও হলে উনি যে বিবৃতি দিয়েছেন, সেটা ভালো। সেটাকে আমরা অবশ্য স্বাগত জানাই। এই বিবৃতিটাই একমাস আগে আসা উচিত ছিল। তবে বিজেপির শমীক ভট্টাচার্য দাবি করেন, আইনজীবী হিসাবে নয়, স্পিকার হিসেবে তিনি কী মনে করেন? সেটাই মানুষ জানতে চান।