১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিসর্জনের সময় কাঠামোর মাঝে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ

সামিমা এহসানা
  • আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 11

পুবের কলম, ওয়েব ডেস্ক: একাদশীর ভোরে প্রতিমা বিসর্জন করতে এসে অপ্রতিকর পরিস্থিতির শিকার হতে হল বাজা কদমতলা ঘাটে । ভরা কোটাল চলছিল বলে রাত আড়াইটে থেকে বিসর্জনের জন্য অপেক্ষা করছেন পুজো উদ্যোক্তারা।কারণ ওই সময় তাদেরকে প্রতিমা বিসর্জন করতে দেওয়া হচ্ছিল না পুরসভার পক্ষ থেকে।

ভোরে বিসর্জন সহায়ক কলকাতা পুরসভার ঘাট কর্মীরা প্রতিমা নিয়ে জলের কাছে যেতেই দেখতে পান, ঘাটের কাছে অনেকগুলি কাঠামোর মাঝে এক মধ্যবয়সি (৪৫) অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ আটকে আছে। বিসর্জন উপলক্ষে ঘাটে অস্থায়ী পুলিস ক্যাম্প তৈরি করা হয়েছে। সঙ্গে সঙ্গেই সেখানে বিষয়টি জানানো হয়।

ঘাট কর্মীদের সাহায্য নিয়ে মরদেহের পায়ে দড়ি বেঁধে তুলে নিয়ে গিয়ে ঘাটেই রেখে দেওয়া হয় দীর্ঘক্ষন।প্রায় সাড়ে ছটা থেকে পৌনে নটা পর্যন্ত। যার ফলে কিছুটা অস্বস্তিতে পড়েন ঘাটে বিসর্জনের জন্য আসা সাধারণ মানুষজন। কটু গন্ধে ভরে যায় ঘাট চত্বর। সাত সকালে এমন দৃশ্য দেখে শিউরে ওঠেন অনেকে। দূরে সরে যান তারা। পরে পুলিশ এসে প্রথমে কালো পলিথিন দিয়ে মরদেহ ঢেকে দেয়। তারপর বডি জ্যাকেট পরিয়ে পুলিশ ভ্যানে তুলে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিসর্জনের সময় কাঠামোর মাঝে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ

আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: একাদশীর ভোরে প্রতিমা বিসর্জন করতে এসে অপ্রতিকর পরিস্থিতির শিকার হতে হল বাজা কদমতলা ঘাটে । ভরা কোটাল চলছিল বলে রাত আড়াইটে থেকে বিসর্জনের জন্য অপেক্ষা করছেন পুজো উদ্যোক্তারা।কারণ ওই সময় তাদেরকে প্রতিমা বিসর্জন করতে দেওয়া হচ্ছিল না পুরসভার পক্ষ থেকে।

ভোরে বিসর্জন সহায়ক কলকাতা পুরসভার ঘাট কর্মীরা প্রতিমা নিয়ে জলের কাছে যেতেই দেখতে পান, ঘাটের কাছে অনেকগুলি কাঠামোর মাঝে এক মধ্যবয়সি (৪৫) অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ আটকে আছে। বিসর্জন উপলক্ষে ঘাটে অস্থায়ী পুলিস ক্যাম্প তৈরি করা হয়েছে। সঙ্গে সঙ্গেই সেখানে বিষয়টি জানানো হয়।

ঘাট কর্মীদের সাহায্য নিয়ে মরদেহের পায়ে দড়ি বেঁধে তুলে নিয়ে গিয়ে ঘাটেই রেখে দেওয়া হয় দীর্ঘক্ষন।প্রায় সাড়ে ছটা থেকে পৌনে নটা পর্যন্ত। যার ফলে কিছুটা অস্বস্তিতে পড়েন ঘাটে বিসর্জনের জন্য আসা সাধারণ মানুষজন। কটু গন্ধে ভরে যায় ঘাট চত্বর। সাত সকালে এমন দৃশ্য দেখে শিউরে ওঠেন অনেকে। দূরে সরে যান তারা। পরে পুলিশ এসে প্রথমে কালো পলিথিন দিয়ে মরদেহ ঢেকে দেয়। তারপর বডি জ্যাকেট পরিয়ে পুলিশ ভ্যানে তুলে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।