০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত অপরাধী, উদ্ধার চোরাই গয়না

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ মে ২০২৩, শনিবার
  • / 63

আইভি আদক, হাওড়া:  সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে শনাক্ত অপরাধীরা। উদ্ধার হল চোরাই ইমিটেশনের গয়না। অভিযোগ,  হাওড়ার এসি মার্কেটের একটি দোকানের তালা ভেঙে প্রায় চল্লিশ হাজার টাকার ইমিটেশনের গয়না সহ অন্যান্য প্রশাধনী সামগ্রী চুরি গিয়েছিল। কয়েকদিন পর অবশেষে সেই ঘটনায় দোষীদের সনাক্ত করা সম্ভব হলো। দোকানের সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে যাদের চুরি করতে দেখা গিয়েছিল শনিবার তাদেরই রাস্তায় দেখে এক ব্যক্তির সন্দেহ হয়। এবং এদের ব্যাগের মধ্যে চুরির জিনিসও দেখতে পান তিনি।

এরপরই হাওড়ার গোলাবাড়ি থানা পুলিশকে খবর দিলে এই ঘটনায় পুলিশ এসে একটি বানজারা দলকে ধরে। এদের কাছ থেকে এই সমস্ত চোরাই জিনিস উদ্ধার করা হয়। যে দোকানের গুমটি ভেঙে এই জিনিস চুরি হয়েছিল তার মহিলা মালিক বলেন, প্রায় চল্লিশ হাজার টাকার মতো জিনিস চুরি গিয়েছিল। সেখানে বিভিন্ন ইউনিটেশনের গয়না সহ বিভিন্ন প্রশাসন প্রসাধনী দ্রব্য ইত্যাদি রাখা ছিল। সেগুলো গুমটি ভেঙে চুরি হয়। শেষপর্যন্ত স্থানীয় এক ব্যক্তি রাস্তায় এদের দেখে শনাক্ত করেন। এবং গোলাবাড়ি থানার পুলিশের উদ্যোগে এদের হাতেনাতে ধরা হয়। চুরি যাওয়া সব জিনিসপত্র  উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: বড়বাজারে গেস্ট হাউসে রহস্য মৃত্যু জলপাইগুড়ির বাসিন্দার

আরও পড়ুন: নওশাদ মামলায় মেডিকেল রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ জমা পড়ল হাইকোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত অপরাধী, উদ্ধার চোরাই গয়না

আপডেট : ৬ মে ২০২৩, শনিবার

আইভি আদক, হাওড়া:  সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে শনাক্ত অপরাধীরা। উদ্ধার হল চোরাই ইমিটেশনের গয়না। অভিযোগ,  হাওড়ার এসি মার্কেটের একটি দোকানের তালা ভেঙে প্রায় চল্লিশ হাজার টাকার ইমিটেশনের গয়না সহ অন্যান্য প্রশাধনী সামগ্রী চুরি গিয়েছিল। কয়েকদিন পর অবশেষে সেই ঘটনায় দোষীদের সনাক্ত করা সম্ভব হলো। দোকানের সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে যাদের চুরি করতে দেখা গিয়েছিল শনিবার তাদেরই রাস্তায় দেখে এক ব্যক্তির সন্দেহ হয়। এবং এদের ব্যাগের মধ্যে চুরির জিনিসও দেখতে পান তিনি।

এরপরই হাওড়ার গোলাবাড়ি থানা পুলিশকে খবর দিলে এই ঘটনায় পুলিশ এসে একটি বানজারা দলকে ধরে। এদের কাছ থেকে এই সমস্ত চোরাই জিনিস উদ্ধার করা হয়। যে দোকানের গুমটি ভেঙে এই জিনিস চুরি হয়েছিল তার মহিলা মালিক বলেন, প্রায় চল্লিশ হাজার টাকার মতো জিনিস চুরি গিয়েছিল। সেখানে বিভিন্ন ইউনিটেশনের গয়না সহ বিভিন্ন প্রশাসন প্রসাধনী দ্রব্য ইত্যাদি রাখা ছিল। সেগুলো গুমটি ভেঙে চুরি হয়। শেষপর্যন্ত স্থানীয় এক ব্যক্তি রাস্তায় এদের দেখে শনাক্ত করেন। এবং গোলাবাড়ি থানার পুলিশের উদ্যোগে এদের হাতেনাতে ধরা হয়। চুরি যাওয়া সব জিনিসপত্র  উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: বড়বাজারে গেস্ট হাউসে রহস্য মৃত্যু জলপাইগুড়ির বাসিন্দার

আরও পড়ুন: নওশাদ মামলায় মেডিকেল রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ জমা পড়ল হাইকোর্টে