০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমে ব্যর্থ হয়েই ইন্দোরে বাড়ি জ্বালিয়ে দেয় প্রাক্তন প্রেমিক, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর ছবি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ মে ২০২২, রবিবার
  • / 14

 

ভূপাল, ৮ মেঃ ইন্দোরের স্বর্ণবাগ এলাকায় একটি দোতলা বাড়িতে আগুন লেগে শনিবার মৃত্যু হয় সাত জনের।পুলিশের প্রাথমিক অনুমান ছিল শটসার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। কিন্তু যত সময় এগোচ্ছে পুলিশের তদন্তে উঠে আসছে এক লোমহর্ষক ঘটনার ইঙ্গিত। ইন্দোর পুলিশ জানিয়েছে এটি কোন শটশার্কিটের ঘটনা নয়। যে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে তাতে ষড়যন্ত্রের ছাপ স্পষ্ট।

আরও পড়ুন: সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত অপরাধী, উদ্ধার চোরাই গয়না

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সঞ্জয় ওরফে শুভম দিক্ষিত নামে এক ব্যক্তি বেসমেন্টে পার্কিংয়ে রাখা একটি স্কুটিতে আগুন ধরিয়ে দিচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এর পেছনে রয়েছে ভালোবাসার ঘটনা। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই এই সাংঘাতিক ঘটনা ঘটায় সঞ্জয় ওরফে শুভম।

আরও পড়ুন: নওশাদ মামলায় মেডিকেল রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ জমা পড়ল হাইকোর্টে

 

আরও পড়ুন: বগটুই: সিবিআইয়ের নজরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ, তদন্তে অতি সক্রিয় সিবিআই

বিল্ডিংয়ের পার্কিং লট থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে সিসিটিভ, সঞ্জয়কে রাত ২.৫৫ নাগাদ ওই আবাসনে প্রবেশ করতে এবং মহিলার স্কুটারে কিছু ঢেলে দিতে দেখা যায়।” ইন্দোরের সিনিয়র পুলিশ অফিসার সম্পত উপাধ্যায় এই কথা জানিয়েছেন।

অভিযুক্ত সঞ্জয় ঝাঁসির বাসিন্দা। সে ইন্দোরেই থাকত, ওই অভিশপ্ত বাড়িরই বাসিন্দা ছিল সে। যে ঘরে সঞ্জয় থাকত, তার পাশের ঘরে থাকত এক মহিলা। যার সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক গড়ে ওঠে। যদিও মাস ছয়েক আগেই সঞ্জয় চলে যায় ওই বাড়ি ছেড়ে, ওই মহিলাটির অন্যত্র বিয়ে ঠিক হয়। এটি সঞ্জয় মেনে নিতে পারেনি তার থেকেই এই ভয়াবহ কান্ড সে ঘটায়। স্কুটিতে আগুন ধরানোর আগে দু’জনের মধ্যে প্রবল ঝগড়াও হয়। এরপরই সঞ্জয় ওই ভয়ংকর কান্ড ঘটায়। আপাতত পলাতক সে। তার খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রেমে ব্যর্থ হয়েই ইন্দোরে বাড়ি জ্বালিয়ে দেয় প্রাক্তন প্রেমিক, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর ছবি

আপডেট : ৮ মে ২০২২, রবিবার

 

ভূপাল, ৮ মেঃ ইন্দোরের স্বর্ণবাগ এলাকায় একটি দোতলা বাড়িতে আগুন লেগে শনিবার মৃত্যু হয় সাত জনের।পুলিশের প্রাথমিক অনুমান ছিল শটসার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। কিন্তু যত সময় এগোচ্ছে পুলিশের তদন্তে উঠে আসছে এক লোমহর্ষক ঘটনার ইঙ্গিত। ইন্দোর পুলিশ জানিয়েছে এটি কোন শটশার্কিটের ঘটনা নয়। যে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে তাতে ষড়যন্ত্রের ছাপ স্পষ্ট।

আরও পড়ুন: সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত অপরাধী, উদ্ধার চোরাই গয়না

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সঞ্জয় ওরফে শুভম দিক্ষিত নামে এক ব্যক্তি বেসমেন্টে পার্কিংয়ে রাখা একটি স্কুটিতে আগুন ধরিয়ে দিচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এর পেছনে রয়েছে ভালোবাসার ঘটনা। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই এই সাংঘাতিক ঘটনা ঘটায় সঞ্জয় ওরফে শুভম।

আরও পড়ুন: নওশাদ মামলায় মেডিকেল রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ জমা পড়ল হাইকোর্টে

 

আরও পড়ুন: বগটুই: সিবিআইয়ের নজরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ, তদন্তে অতি সক্রিয় সিবিআই

বিল্ডিংয়ের পার্কিং লট থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে সিসিটিভ, সঞ্জয়কে রাত ২.৫৫ নাগাদ ওই আবাসনে প্রবেশ করতে এবং মহিলার স্কুটারে কিছু ঢেলে দিতে দেখা যায়।” ইন্দোরের সিনিয়র পুলিশ অফিসার সম্পত উপাধ্যায় এই কথা জানিয়েছেন।

অভিযুক্ত সঞ্জয় ঝাঁসির বাসিন্দা। সে ইন্দোরেই থাকত, ওই অভিশপ্ত বাড়িরই বাসিন্দা ছিল সে। যে ঘরে সঞ্জয় থাকত, তার পাশের ঘরে থাকত এক মহিলা। যার সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক গড়ে ওঠে। যদিও মাস ছয়েক আগেই সঞ্জয় চলে যায় ওই বাড়ি ছেড়ে, ওই মহিলাটির অন্যত্র বিয়ে ঠিক হয়। এটি সঞ্জয় মেনে নিতে পারেনি তার থেকেই এই ভয়াবহ কান্ড সে ঘটায়। স্কুটিতে আগুন ধরানোর আগে দু’জনের মধ্যে প্রবল ঝগড়াও হয়। এরপরই সঞ্জয় ওই ভয়ংকর কান্ড ঘটায়। আপাতত পলাতক সে। তার খোঁজে চিরুনি তল্লাশি চলছে।