০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ভূকম্প,  নিহত কমপক্ষে পাঁচ, আহত অনেকে, তছনছ একাধিক গ্রাম

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার
  • / 36

 

 

আরও পড়ুন: ইরানে তীব্র ভূমিকম্পে আহত ৫০০

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  শনিবার ভোররাতে  ইরানে  ভূমিকম্পে প্রাণ  হারালেন কমপক্ষে পাঁচ জন।ইরানের দক্ষিণাঞ্চলে এই ভূকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল  ৬.১।  অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন।

 

স্থানীয় সময় শনিবার ভোররাতে ইরানের হরমোজগান প্রদেশে আঘাত হানে এ ভূকম্পন। খবরে বলা হয়েছে, তবে এর কিছুক্ষণ পরেই আরো দুটি ভূমিকম্প আঘাত হানে ওই এলাকায়, যার সর্বোচ্চ মাত্রা ছিল ৬ দশমিক ৩।

 

 

হরমোজগান প্রদেশের জরুরি ব্যবস্থাপনা প্রধান মেহরদাদ হাসানজাদেহ বলেছেন, দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত আমরা পাঁচজন নিহত হওয়ার খবর পেয়েছি। আহত আরও ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, প্রথম ভূমিকম্পটির পরে ৬. ৩ এবং ৬. ১ মাত্রার আরও দুটি ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। এতে সায়েহ খোশ গ্রামটি পুরো তছনছ হয়ে গেছে।

 

 

ইরানি  সংবাদমাধ্যমে  ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩ বলা হলেও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, এর মাত্রা ছিল ৬ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানে ভূকম্প,  নিহত কমপক্ষে পাঁচ, আহত অনেকে, তছনছ একাধিক গ্রাম

আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: ইরানে তীব্র ভূমিকম্পে আহত ৫০০

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  শনিবার ভোররাতে  ইরানে  ভূমিকম্পে প্রাণ  হারালেন কমপক্ষে পাঁচ জন।ইরানের দক্ষিণাঞ্চলে এই ভূকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল  ৬.১।  অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন।

 

স্থানীয় সময় শনিবার ভোররাতে ইরানের হরমোজগান প্রদেশে আঘাত হানে এ ভূকম্পন। খবরে বলা হয়েছে, তবে এর কিছুক্ষণ পরেই আরো দুটি ভূমিকম্প আঘাত হানে ওই এলাকায়, যার সর্বোচ্চ মাত্রা ছিল ৬ দশমিক ৩।

 

 

হরমোজগান প্রদেশের জরুরি ব্যবস্থাপনা প্রধান মেহরদাদ হাসানজাদেহ বলেছেন, দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত আমরা পাঁচজন নিহত হওয়ার খবর পেয়েছি। আহত আরও ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, প্রথম ভূমিকম্পটির পরে ৬. ৩ এবং ৬. ১ মাত্রার আরও দুটি ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। এতে সায়েহ খোশ গ্রামটি পুরো তছনছ হয়ে গেছে।

 

 

ইরানি  সংবাদমাধ্যমে  ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩ বলা হলেও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, এর মাত্রা ছিল ৬ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।