২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘এবার বিয়ে করুন, আমরা বরযাত্রী যেতে চাই,’ পটনায় বৈঠক থেকে রাহুলকে বিয়ের পরামর্শ লালুর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ জুন ২০২৩, শনিবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক:  পটনা বৈঠক থেকেই রাহুল গান্ধিকে বিয়ের পরামর্শ দিলেন আরজেডি সুপ্রিমো, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। লালুর পরামর্শ শুনে হেসে ফেলেন রাহুল। একটি হালকা পরিবেশ তৈরি হয়।

লালু প্রসাদ যাদব বলেন,  তোমার মায়ের কথাও তুমি শোনো না। আমরা চাই তোমার বিয়েতে বরযাত্রী যেতে।”

আরও পড়ুন: ভেবে দেখুন! বিয়ে করলেই বেতন বৃদ্ধির লোভনীয় অফার দিচ্ছে এই সংস্থা

শুক্রবার পাটনায় ১৭ বিরোধী দলের বৈঠক ছিল। আর সেই বৈঠকে বহুদিন পরে জাতীয় রাজনীতির পরিসরে প্রকাশ্যে দেখা গেল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে পিতৃসুলভ পরামর্শ দিলেন লালুপ্রসাদ । এদিন রাহুলকে গাঁটছড়া বাঁধার পরামর্শ দেন লালু।

উল্লেখ্য, ২০২৪ সালে বিজেপিকে ক্ষমতায় ফিরতে না দিতে একসঙ্গে লড়তে চাইছে বিরোধীরা। আর তাই শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের  ডাকে সর্বদলীয় বৈঠকে অংশ নেয় ১৫টি দল। বৈঠক শেষে বিরোধীরা মুখোমুখি হন সাংবাদিকদের। জানিয়ে দেন, তাঁরা একসঙ্গে লড়বেন।

লালু বলেন,  ভারতীয় জনতা পার্টি হনুমানজির নাম নিয়ে লড়াই করত। কিন্তু এখন হনুমানজিও আমাদের সঙ্গে রয়েছে। কর্নাটকে গদা দিয়ে বিজেপিকে ধ্বংস করে দিয়েছেন হনুমানজি, জয়ী করেছেন রাহুল গান্ধীকে। লোকসভা নির্বাচনেও বিজেপি পরাজিত হবে।’ মেগা বৈঠক নিয়ে আরজেডি সুপ্রিমো বলেন, বহু দিন বাদে আপনাদের সকলের সঙ্গে দেখা হল। শিমলায় আমরা বিরোধী জোটের রোডম্যাপ নিয়ে আলোচনা করব। আগে মানুষ বলত,  বিরোধীরা আলাদাই থাকবে এবং ভোট বিভক্ত হয়ে যাবে। কিন্তু আমরা একসঙ্গে রয়েছি।”

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘এবার বিয়ে করুন, আমরা বরযাত্রী যেতে চাই,’ পটনায় বৈঠক থেকে রাহুলকে বিয়ের পরামর্শ লালুর

আপডেট : ২৪ জুন ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  পটনা বৈঠক থেকেই রাহুল গান্ধিকে বিয়ের পরামর্শ দিলেন আরজেডি সুপ্রিমো, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। লালুর পরামর্শ শুনে হেসে ফেলেন রাহুল। একটি হালকা পরিবেশ তৈরি হয়।

লালু প্রসাদ যাদব বলেন,  তোমার মায়ের কথাও তুমি শোনো না। আমরা চাই তোমার বিয়েতে বরযাত্রী যেতে।”

আরও পড়ুন: ভেবে দেখুন! বিয়ে করলেই বেতন বৃদ্ধির লোভনীয় অফার দিচ্ছে এই সংস্থা

শুক্রবার পাটনায় ১৭ বিরোধী দলের বৈঠক ছিল। আর সেই বৈঠকে বহুদিন পরে জাতীয় রাজনীতির পরিসরে প্রকাশ্যে দেখা গেল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে পিতৃসুলভ পরামর্শ দিলেন লালুপ্রসাদ । এদিন রাহুলকে গাঁটছড়া বাঁধার পরামর্শ দেন লালু।

উল্লেখ্য, ২০২৪ সালে বিজেপিকে ক্ষমতায় ফিরতে না দিতে একসঙ্গে লড়তে চাইছে বিরোধীরা। আর তাই শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের  ডাকে সর্বদলীয় বৈঠকে অংশ নেয় ১৫টি দল। বৈঠক শেষে বিরোধীরা মুখোমুখি হন সাংবাদিকদের। জানিয়ে দেন, তাঁরা একসঙ্গে লড়বেন।

লালু বলেন,  ভারতীয় জনতা পার্টি হনুমানজির নাম নিয়ে লড়াই করত। কিন্তু এখন হনুমানজিও আমাদের সঙ্গে রয়েছে। কর্নাটকে গদা দিয়ে বিজেপিকে ধ্বংস করে দিয়েছেন হনুমানজি, জয়ী করেছেন রাহুল গান্ধীকে। লোকসভা নির্বাচনেও বিজেপি পরাজিত হবে।’ মেগা বৈঠক নিয়ে আরজেডি সুপ্রিমো বলেন, বহু দিন বাদে আপনাদের সকলের সঙ্গে দেখা হল। শিমলায় আমরা বিরোধী জোটের রোডম্যাপ নিয়ে আলোচনা করব। আগে মানুষ বলত,  বিরোধীরা আলাদাই থাকবে এবং ভোট বিভক্ত হয়ে যাবে। কিন্তু আমরা একসঙ্গে রয়েছি।”