২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভেবে দেখুন! বিয়ে করলেই বেতন বৃদ্ধির লোভনীয় অফার দিচ্ছে এই সংস্থা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ মে ২০২২, শনিবার
  • / 48

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বেতন বাড়াচ্ছে না সংস্থা, মনের মধ্যে বাড়ছে ক্ষোভ। কিন্তু বিয়ে করলেই একধাক্কায় বেতন বাড়বে ৬ থেকে ৮ শতাংশ। হ্যাঁ কোন গল্প কথা নয়, মাদুরাইয়ের এক তথ্যপ্রুক্তি সংস্থা এইরকম লোভনীয় অফার দিচ্ছে কর্মীদের। এমনকি প্রতি তিনমাস অন্তর বেতনও বাড়বে শুধু একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে বিয়ে।

আরও পড়ুন: পালস পোলিও কর্মসূচি বয়কট, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ধর্নায় আশা কর্মীরা

এই মূহুর্তে ওই তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত রয়েছেন সাড়ে সাতশো কর্মী। যাদের ৪০% বিগত ৫ বছর ধরে ওই সংস্থায় কর্মরত। কিন্তু তাদের বেশিরভাগ অবিবাহিত। কর্মক্ষেত্রের চাপ যাতে ব্যক্তিজীবনে না আসে তাই সংস্থাটি চাইছে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন বেছে নিন কর্মীরা।

আরও পড়ুন: ‘এবার বিয়ে করুন, আমরা বরযাত্রী যেতে চাই,’ পটনায় বৈঠক থেকে রাহুলকে বিয়ের পরামর্শ লালুর

২০০৬ সালে তামিলনাড়ুর শিবকাশীতে প্রথম গড়ে তোলা হয়েছিল সংস্থাটি। ধীরে ধীরে তা বিস্তৃত হয়। শিবকাশী থেকে সংস্থাটি ২০১০ সালে মাদুরাইয়ে স্থানান্তরিত হয়।

লকডাউনে যখন সব জায়গায় কর্মী ছাঁটাই হচ্ছে তখন এই তথ্য প্রযুক্তি সংস্থা বেতন বাড়িয়ে নজির সৃষ্টি করেছিল।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভেবে দেখুন! বিয়ে করলেই বেতন বৃদ্ধির লোভনীয় অফার দিচ্ছে এই সংস্থা

আপডেট : ৭ মে ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বেতন বাড়াচ্ছে না সংস্থা, মনের মধ্যে বাড়ছে ক্ষোভ। কিন্তু বিয়ে করলেই একধাক্কায় বেতন বাড়বে ৬ থেকে ৮ শতাংশ। হ্যাঁ কোন গল্প কথা নয়, মাদুরাইয়ের এক তথ্যপ্রুক্তি সংস্থা এইরকম লোভনীয় অফার দিচ্ছে কর্মীদের। এমনকি প্রতি তিনমাস অন্তর বেতনও বাড়বে শুধু একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে বিয়ে।

আরও পড়ুন: পালস পোলিও কর্মসূচি বয়কট, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ধর্নায় আশা কর্মীরা

এই মূহুর্তে ওই তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত রয়েছেন সাড়ে সাতশো কর্মী। যাদের ৪০% বিগত ৫ বছর ধরে ওই সংস্থায় কর্মরত। কিন্তু তাদের বেশিরভাগ অবিবাহিত। কর্মক্ষেত্রের চাপ যাতে ব্যক্তিজীবনে না আসে তাই সংস্থাটি চাইছে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন বেছে নিন কর্মীরা।

আরও পড়ুন: ‘এবার বিয়ে করুন, আমরা বরযাত্রী যেতে চাই,’ পটনায় বৈঠক থেকে রাহুলকে বিয়ের পরামর্শ লালুর

২০০৬ সালে তামিলনাড়ুর শিবকাশীতে প্রথম গড়ে তোলা হয়েছিল সংস্থাটি। ধীরে ধীরে তা বিস্তৃত হয়। শিবকাশী থেকে সংস্থাটি ২০১০ সালে মাদুরাইয়ে স্থানান্তরিত হয়।

লকডাউনে যখন সব জায়গায় কর্মী ছাঁটাই হচ্ছে তখন এই তথ্য প্রযুক্তি সংস্থা বেতন বাড়িয়ে নজির সৃষ্টি করেছিল।