২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে রাতভর গুলির লড়াই, খতম লস্কর কমান্ডার সহ আরও এক

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের রক্তাক্ত ভূস্বর্গ। রবিবার গভীর রাত থেকে শুরু হয় গুলির লড়াই। শেষ হয় সোমবার ভোরে। জানা গিয়েছে  ভারতীয় সেনার হাতে নিকেশ হয়েছে দুই লস্কর  তৈবা জঙ্গি। এনকাউন্টারে হত দুই জঙ্গির মধ্যে একজন লস্কর-ই-তৈবার কমান্ডার ইশফাক দার ওরফে আবু আক্রম।

আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ: জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই, শহিদ এক পুলিশকর্মী

উল্লেখ্য, দুই দিন আগে এই একই ধরনের এক অভিযান চালিয়ে আরও দুই স্থানীয় জঙ্গিকে খতম করেছিলেন জওয়ানরা। ঘটনা প্রসঙ্গে কাশ্মীর জোন পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, ‘২০১৭ সাল থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং সক্রিয় ছিল ইশফাক দার ওরফে আবু আক্রম। পুলিশ, সেনা এবং সিআরপিএফ-এর যৌথ অভিযানে সে খতম হয়েছে।’

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে জামায়াতে ইসলামির সম্পত্তি ব্যবহারে নিষেধাজ্ঞা

সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার  চেরা সিদিক খান এলাকায়  গোপন সূত্রে  খবর পেয়ে অভিযান চালায় পুলিশ, সেনা এবং সিআরপিএফের যৌথ বাহিনী।  শুরু  হয় গুলির লড়াই। পাল্টা  জবাব দেয়  জঙ্গিরাও। সারা রাত এনকাউন্টার চলার পর শেষ পর্যন্ত ভোরের দিকে দুই জঙ্গিকে খতম করে নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন: ফের জঙ্গি হামলায় রক্ত ঝড়ল জম্মু-কাশ্মীরের সোপিয়ানে, নিহত দুজন ইউপির বাসিন্দা, ধৃত ২

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিজেপির রাজ্যে ‘বেটি বাঁচাও’-এর এটাই বাস্তব চিত্র: সেঙ্গারের জামিন নিয়ে তোপ অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে রাতভর গুলির লড়াই, খতম লস্কর কমান্ডার সহ আরও এক

আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের রক্তাক্ত ভূস্বর্গ। রবিবার গভীর রাত থেকে শুরু হয় গুলির লড়াই। শেষ হয় সোমবার ভোরে। জানা গিয়েছে  ভারতীয় সেনার হাতে নিকেশ হয়েছে দুই লস্কর  তৈবা জঙ্গি। এনকাউন্টারে হত দুই জঙ্গির মধ্যে একজন লস্কর-ই-তৈবার কমান্ডার ইশফাক দার ওরফে আবু আক্রম।

আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ: জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই, শহিদ এক পুলিশকর্মী

উল্লেখ্য, দুই দিন আগে এই একই ধরনের এক অভিযান চালিয়ে আরও দুই স্থানীয় জঙ্গিকে খতম করেছিলেন জওয়ানরা। ঘটনা প্রসঙ্গে কাশ্মীর জোন পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, ‘২০১৭ সাল থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং সক্রিয় ছিল ইশফাক দার ওরফে আবু আক্রম। পুলিশ, সেনা এবং সিআরপিএফ-এর যৌথ অভিযানে সে খতম হয়েছে।’

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে জামায়াতে ইসলামির সম্পত্তি ব্যবহারে নিষেধাজ্ঞা

সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার  চেরা সিদিক খান এলাকায়  গোপন সূত্রে  খবর পেয়ে অভিযান চালায় পুলিশ, সেনা এবং সিআরপিএফের যৌথ বাহিনী।  শুরু  হয় গুলির লড়াই। পাল্টা  জবাব দেয়  জঙ্গিরাও। সারা রাত এনকাউন্টার চলার পর শেষ পর্যন্ত ভোরের দিকে দুই জঙ্গিকে খতম করে নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন: ফের জঙ্গি হামলায় রক্ত ঝড়ল জম্মু-কাশ্মীরের সোপিয়ানে, নিহত দুজন ইউপির বাসিন্দা, ধৃত ২