১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হড়পা বানে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের ডোডা, মৃত অন্তত ৪

মারুফা খাতুন
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
  • / 178

পুবের কলম ওয়েবডেস্ক : কিস্তওয়ারের পর এবার ডোডা। বারবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে জম্মু ও কাশ্মীর। অন্তত মৃত্যু হয়েছে ৪ জনের। এখনও নিখোঁজ অনেকে। ভয়ংকর বৃষ্টির ফলে আসা হড়পা বানে ডোডা এলাকার ১০টি বাড়ি ভেসে গিয়েছে।

যে কোন মুহুর্তে নামতে পারে ভূমিধস। ধসপ্রবণ এলাকাগুলো থেকে সাধারণ মানুষদের আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছেন, তাউই নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে, ফলে বিপদ এখনও সম্পূর্ণ কাটেনি। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: হিমাচল প্রদেশের র‍্যাভি নদীতে আকস্মিক বন্যা, মৃত ৪

প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে। এমনকি কাঠুয়া জেলার পরিস্থিতিও খুবই গুরুতর। এরআগে কিস্তওয়ারের সেই ভয়ংকর পরিস্থিতির কথা সকলেরই জানা। মেঘভাঙা বৃষ্টির ফলে কিস্তওয়ারের চাসোটি জেলায় ৬৪ জনের মৃত্যু হয়েছিল ও জখম ছিল শতাধিক।

আরও পড়ুন: প্রকৃতির কোপে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল  

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে ধস, চারধাম যাত্রা ২৪ ঘণ্টার জন্য স্থগিত, হাজারো পুণ্যার্থী আটকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হড়পা বানে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের ডোডা, মৃত অন্তত ৪

আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : কিস্তওয়ারের পর এবার ডোডা। বারবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে জম্মু ও কাশ্মীর। অন্তত মৃত্যু হয়েছে ৪ জনের। এখনও নিখোঁজ অনেকে। ভয়ংকর বৃষ্টির ফলে আসা হড়পা বানে ডোডা এলাকার ১০টি বাড়ি ভেসে গিয়েছে।

যে কোন মুহুর্তে নামতে পারে ভূমিধস। ধসপ্রবণ এলাকাগুলো থেকে সাধারণ মানুষদের আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছেন, তাউই নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে, ফলে বিপদ এখনও সম্পূর্ণ কাটেনি। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: হিমাচল প্রদেশের র‍্যাভি নদীতে আকস্মিক বন্যা, মৃত ৪

প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে। এমনকি কাঠুয়া জেলার পরিস্থিতিও খুবই গুরুতর। এরআগে কিস্তওয়ারের সেই ভয়ংকর পরিস্থিতির কথা সকলেরই জানা। মেঘভাঙা বৃষ্টির ফলে কিস্তওয়ারের চাসোটি জেলায় ৬৪ জনের মৃত্যু হয়েছিল ও জখম ছিল শতাধিক।

আরও পড়ুন: প্রকৃতির কোপে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল  

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে ধস, চারধাম যাত্রা ২৪ ঘণ্টার জন্য স্থগিত, হাজারো পুণ্যার্থী আটকে