০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাথুরাম গডসেকে মহিমান্বিত করার নয়া কর্মসূচি হিন্দু মহাসভার

পুবের কলম ওয়েবডেস্ক: গান্ধিজীর হত্যাকারী নাথুরাম গডসেকে মহিমান্বিত করার কর্মসূচি অব্যাহত রেখে হিন্দু মহাসভা এবার সেই জেলের মাটি নিয়ে গোয়ালিয়রে পৌঁছেছে যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছিল। এর পাশাপাশি গডসের শেষ বক্তব্য প্রচার-প্রসারের প্রস্তুতি নিচ্ছে হিন্দু মহাসভা।
বুধবার হিন্দু মহাসভা গোয়ালিয়রে গডসে স্টাডি সিরিজ প্রোগ্রাম চালু করেছে। হিন্দু মহাসভার জাতীয় সহ-সভাপতি, জয়বীর ভরদ্বাজ বলেন, গডসে মহাত্মা গান্ধিকে হত্যা করে লক্ষ লক্ষ হিন্দুদের প্রতিশোধ নিয়েছে।
তাঁর দাবি- ‘মুহাম্মদ আলি জিন্নাহ এবং নেহেরুজির প্রধানমন্ত্রী হওয়ার জেদের কারণে গান্ধিজী দেশ ভাগ করেছিলেন’। এর প্রতিকার করার জন্য নাথুরাম গডসেকে আম্বালার জেলে ফাঁসি দেওয়া হয়।
তিনি আরও বলেন- ‘আম্বালা জেল পরিদর্শন করে সেখান থেকে বলিদানের মাটি নিয়ে এসেছি। এর পিছনে আমাদের স্পষ্ট কথা, গডসের যে বক্তব্য স্টাডি সিরিজ চালু করা হয়েছে, তার পিছনে একটাই কারণ, আমরা মানুষকে বলতে চাই যে গডসেজী শেষ বিবৃতিতে বলেছিলেন যে তিনি গান্ধীজিকে শেষ করেছিলেন কারণ তিনি দেশভাগের সময়কার দৃশ্য সহ্য করতে পারেননি সেজন্য গান্ধীকে শেষ করে দিয়েছিলেন।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিন্দু মহাসভা নেতা জয়বীর ভরদ্বাজ বলেন, তিনি গডসের এই দেশপ্রেম মানুষের কাছে পৌঁছে দিতে চান। কারণ দেশের স্বাধীনতায় সাত লাখ বত্রিশ হাজার মানুষ আত্মত্যাগ করেছে। এরপর দেশ স্বাধীন হয়।
এর আগেও গোয়ালিয়রে গডসের প্রতি ভালোবাসার কারণে আলোচনায় থেকেছে হিন্দু মহাসভা। কখনো গডসের মূর্তি নিয়ে আবার কখনো তার ওপর লাইব্রেরি তৈরির কথা বলে। হিন্দু মহাসভার এসব কাজের জন্য কংগ্রেস বরাবরই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে। কংগ্রেস রাজ্য সরকার এবং বিজেপির বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ করে আসছে।

নববর্ষ উদ্‌যাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আমস্টারডামের ঐতিহাসিক ভন্ডেলকার্ক চার্চে আগুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাথুরাম গডসেকে মহিমান্বিত করার নয়া কর্মসূচি হিন্দু মহাসভার

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: গান্ধিজীর হত্যাকারী নাথুরাম গডসেকে মহিমান্বিত করার কর্মসূচি অব্যাহত রেখে হিন্দু মহাসভা এবার সেই জেলের মাটি নিয়ে গোয়ালিয়রে পৌঁছেছে যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছিল। এর পাশাপাশি গডসের শেষ বক্তব্য প্রচার-প্রসারের প্রস্তুতি নিচ্ছে হিন্দু মহাসভা।
বুধবার হিন্দু মহাসভা গোয়ালিয়রে গডসে স্টাডি সিরিজ প্রোগ্রাম চালু করেছে। হিন্দু মহাসভার জাতীয় সহ-সভাপতি, জয়বীর ভরদ্বাজ বলেন, গডসে মহাত্মা গান্ধিকে হত্যা করে লক্ষ লক্ষ হিন্দুদের প্রতিশোধ নিয়েছে।
তাঁর দাবি- ‘মুহাম্মদ আলি জিন্নাহ এবং নেহেরুজির প্রধানমন্ত্রী হওয়ার জেদের কারণে গান্ধিজী দেশ ভাগ করেছিলেন’। এর প্রতিকার করার জন্য নাথুরাম গডসেকে আম্বালার জেলে ফাঁসি দেওয়া হয়।
তিনি আরও বলেন- ‘আম্বালা জেল পরিদর্শন করে সেখান থেকে বলিদানের মাটি নিয়ে এসেছি। এর পিছনে আমাদের স্পষ্ট কথা, গডসের যে বক্তব্য স্টাডি সিরিজ চালু করা হয়েছে, তার পিছনে একটাই কারণ, আমরা মানুষকে বলতে চাই যে গডসেজী শেষ বিবৃতিতে বলেছিলেন যে তিনি গান্ধীজিকে শেষ করেছিলেন কারণ তিনি দেশভাগের সময়কার দৃশ্য সহ্য করতে পারেননি সেজন্য গান্ধীকে শেষ করে দিয়েছিলেন।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিন্দু মহাসভা নেতা জয়বীর ভরদ্বাজ বলেন, তিনি গডসের এই দেশপ্রেম মানুষের কাছে পৌঁছে দিতে চান। কারণ দেশের স্বাধীনতায় সাত লাখ বত্রিশ হাজার মানুষ আত্মত্যাগ করেছে। এরপর দেশ স্বাধীন হয়।
এর আগেও গোয়ালিয়রে গডসের প্রতি ভালোবাসার কারণে আলোচনায় থেকেছে হিন্দু মহাসভা। কখনো গডসের মূর্তি নিয়ে আবার কখনো তার ওপর লাইব্রেরি তৈরির কথা বলে। হিন্দু মহাসভার এসব কাজের জন্য কংগ্রেস বরাবরই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে। কংগ্রেস রাজ্য সরকার এবং বিজেপির বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ করে আসছে।