২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“ঘরের ছেলে ঘরে ফিরে এলাম” পদ্ম থেকে জোড়া ফুলে ফিরে বললেন অর্জুন

ছবিঃ খালিদূর রহিম

পুবের কলম ওয়েবডেস্কঃদীর্ঘ তিনবছর পর ফের তৃণমূলে ফিরলেন অর্জুন সিং। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপির টিকিটে জিতে ব্যারাকপুরের সাংসদ হন। বঙ্গ বিজেপি শুধুই এয়ার কন্ডিশন ঘরে বসে রাজনীতি করে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এভাবেই সাংবাদিক সম্মেলনে নিজের সদ্য প্রাক্তন শিবিরের সমালোচনায় মুখর হলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং সেইসঙ্গে দলবদলের কারণও ব্যাখ্যা করলেন। স্বীকার করলেন, ”ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলাম। ঘরের ছেলে ঘরে ফিরে এলাম।”

“ঘরের ছেলে ঘরে ফিরে এলাম” পদ্ম থেকে জোড়া ফুলে ফিরে বললেন অর্জুন

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

ছবিঃ খালিদূর রহিম

আরও পড়ুন: দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

বেশ কিছুদিন ধরেই অর্জুনের সঙ্গে বিজেপির ঠোকাঠুকি চলছিল। ড্যামেজ কন্ট্রোল করতে দিল্লিতে গিয়ে পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখাও করেন। কিন্তু মানভঞ্জন হয়নি অর্জুনের।রবিবার দিনভর জল্পনা ছিল পদ্মছেড়ে জোড়াফুলে  যোগদানের। আলিপুরের একটি অভিজাত হোটেলে দেড়ঘণ্টার বৈঠকের শেষে সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে দলে  স্বাগত জানান অর্জুন সিংকে।নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে অর্জুন সিংয়ের দলে ফেরার ছবিও ট্যুইট করেন অভিষেক।https://twitter.com/abhishekaitc/status/1528349899036561408?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1528349899036561408%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fwest-bengal%2Fbjps-arjun-singh-joins-tmc-after-3-years-dgtl%2Fcid%2F1345844

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হাদিকে হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ, ইউনূস সরকারের একাংশকে দায়ী নিহতের দাদা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“ঘরের ছেলে ঘরে ফিরে এলাম” পদ্ম থেকে জোড়া ফুলে ফিরে বললেন অর্জুন

আপডেট : ২২ মে ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃদীর্ঘ তিনবছর পর ফের তৃণমূলে ফিরলেন অর্জুন সিং। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপির টিকিটে জিতে ব্যারাকপুরের সাংসদ হন। বঙ্গ বিজেপি শুধুই এয়ার কন্ডিশন ঘরে বসে রাজনীতি করে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এভাবেই সাংবাদিক সম্মেলনে নিজের সদ্য প্রাক্তন শিবিরের সমালোচনায় মুখর হলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং সেইসঙ্গে দলবদলের কারণও ব্যাখ্যা করলেন। স্বীকার করলেন, ”ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলাম। ঘরের ছেলে ঘরে ফিরে এলাম।”

“ঘরের ছেলে ঘরে ফিরে এলাম” পদ্ম থেকে জোড়া ফুলে ফিরে বললেন অর্জুন

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

ছবিঃ খালিদূর রহিম

আরও পড়ুন: দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

বেশ কিছুদিন ধরেই অর্জুনের সঙ্গে বিজেপির ঠোকাঠুকি চলছিল। ড্যামেজ কন্ট্রোল করতে দিল্লিতে গিয়ে পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখাও করেন। কিন্তু মানভঞ্জন হয়নি অর্জুনের।রবিবার দিনভর জল্পনা ছিল পদ্মছেড়ে জোড়াফুলে  যোগদানের। আলিপুরের একটি অভিজাত হোটেলে দেড়ঘণ্টার বৈঠকের শেষে সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে দলে  স্বাগত জানান অর্জুন সিংকে।নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে অর্জুন সিংয়ের দলে ফেরার ছবিও ট্যুইট করেন অভিষেক।https://twitter.com/abhishekaitc/status/1528349899036561408?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1528349899036561408%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fwest-bengal%2Fbjps-arjun-singh-joins-tmc-after-3-years-dgtl%2Fcid%2F1345844

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির