০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সাহিত্যের আড়ালে সন্ত্রাসবাদকে গৌরবান্বিত করার অভিযোগ

কাশ্মীর নিয়ে মিথ্যাচার, ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা সরকারের

ইমামা খাতুন
  • আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 119

পুবের কলম,ওয়েবডেস্ক: কাশ্মীর নিয়ে ‘মিথ্যা আখ্যান’ এবং ‘বিচ্ছিন্নতাবাদ’ প্রচারের অভিযোগ।  ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করল জম্মু-কাশ্মীর সরকার। এর মধ্যে রয়েছেন বুকারজয়ী  সাহিত্যিক অরুন্ধতী রায়, ভারতীয় সংবিধান এবং কাশ্মীর বিশেষজ্ঞ এজি নুরানি শেখ এবং লন্ডন স্কুল অব ইকনোমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক ও তুলনামূলক রাজনীতি বিষয়ের অধ্যাপক সুমন্ত্র বোস-সহ বেশ কয়েকজন বিশিষ্ট লেখকের লেখা বই।  নিষিদ্ধ বইগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল- ক্রিস্টোফার স্নেডেনের ‘ইনডিপেনডেন্ট কাশ্মীর’, ডেভিড দেবদাসের ‘ইন সার্চ অফ ফিউচার’, ভিক্টোরিয়া স্কোফিল্ডের ‘কাশ্মীর ইন কনফ্লিক্ট’, এজি নুরানির ‘দ্য কাশ্মীর  ডিসপিউট’, অনুরাধা ভাসিনের ‘অ্যা ডিসম্যান্টেলড স্টেট’, স্টিফেন পকোহেনের ‘কনফ্রন্টিং টেররিজম’, অরুন্ধতী রায়ের ‘আজাদি’, সুগত বোস এবং আয়েশা জালালের ‘কাশ্মীর অ্যান্ড ফিউচার অফ সাউথ এশিয়া’, সুমন্ত্র বসুর লেখা ‘কনটেস্টেড ল্যান্ড’ এবং ‘কাশ্মীর’।

অভিযোগ, এই বইগুলোর মাধ্যমে সাহিত্যের  আড়ালে কাশ্মীর নিয়ে মিথ্যাচার করা হচ্ছে,  এছাড়া রাজ্যে জঙ্গিপনাকে গৌরবান্বিত করে দেখানো হয়েছে। পাশাপাশি এই বইগুলোর মাধ্যমে জম্মু-কাশ্মীরের যুব সমাজের মধ্যে হিংসা ও সন্ত্রাসবাদী কার্যকলাপে উৎসাহ জোগাতে ঐতিহাসিক কিংবা রাজনৈতিক ভাষ্যের আড়ালে সাহিত্যকর্মের নামে মিথ্যা বক্তব্য ও বিচ্ছিন্নতাবাদের বিষ ছড়িয়ে দেওয়ার কাজ চলছে।

আরও পড়ুন: Bihar elections: অমিত শাহ ও নীতীশের বৈঠক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক নির্দেশে বলা হয়েছে, কিছু সাহিত্যকর্ম জম্মু-কাশ্মীর প্রসঙ্গে মিথ্যা ব্যাখ্যা খাড়া করছে এবং বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয়দানকারী মতপ্রকাশ করছে। সরকারের কাছে উক্ত বিষয়ে অভিযোগ এসেছে। তাই সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত করে এবং গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  এই প্রেক্ষিতে জম্মু–কাশ্মীরের উপ–রাজ্যপাল মনোজ সিনহার নির্দেশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য সচিব চন্দ্রকর ভারতী ৫ আগস্ট একটি নির্দেশিকা জারি করেছেন। বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ৯৮ ধারার আওতায় ২৫ টি বইকে ‘বাজেয়াপ্ত’ ঘোষণা করা হয়। এদিকে জম্মু ও কাশ্মীর সরকারও এই নিষিদ্ধ বইগুলি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে।

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

 

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাহিত্যের আড়ালে সন্ত্রাসবাদকে গৌরবান্বিত করার অভিযোগ

কাশ্মীর নিয়ে মিথ্যাচার, ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা সরকারের

আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: কাশ্মীর নিয়ে ‘মিথ্যা আখ্যান’ এবং ‘বিচ্ছিন্নতাবাদ’ প্রচারের অভিযোগ।  ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করল জম্মু-কাশ্মীর সরকার। এর মধ্যে রয়েছেন বুকারজয়ী  সাহিত্যিক অরুন্ধতী রায়, ভারতীয় সংবিধান এবং কাশ্মীর বিশেষজ্ঞ এজি নুরানি শেখ এবং লন্ডন স্কুল অব ইকনোমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক ও তুলনামূলক রাজনীতি বিষয়ের অধ্যাপক সুমন্ত্র বোস-সহ বেশ কয়েকজন বিশিষ্ট লেখকের লেখা বই।  নিষিদ্ধ বইগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল- ক্রিস্টোফার স্নেডেনের ‘ইনডিপেনডেন্ট কাশ্মীর’, ডেভিড দেবদাসের ‘ইন সার্চ অফ ফিউচার’, ভিক্টোরিয়া স্কোফিল্ডের ‘কাশ্মীর ইন কনফ্লিক্ট’, এজি নুরানির ‘দ্য কাশ্মীর  ডিসপিউট’, অনুরাধা ভাসিনের ‘অ্যা ডিসম্যান্টেলড স্টেট’, স্টিফেন পকোহেনের ‘কনফ্রন্টিং টেররিজম’, অরুন্ধতী রায়ের ‘আজাদি’, সুগত বোস এবং আয়েশা জালালের ‘কাশ্মীর অ্যান্ড ফিউচার অফ সাউথ এশিয়া’, সুমন্ত্র বসুর লেখা ‘কনটেস্টেড ল্যান্ড’ এবং ‘কাশ্মীর’।

অভিযোগ, এই বইগুলোর মাধ্যমে সাহিত্যের  আড়ালে কাশ্মীর নিয়ে মিথ্যাচার করা হচ্ছে,  এছাড়া রাজ্যে জঙ্গিপনাকে গৌরবান্বিত করে দেখানো হয়েছে। পাশাপাশি এই বইগুলোর মাধ্যমে জম্মু-কাশ্মীরের যুব সমাজের মধ্যে হিংসা ও সন্ত্রাসবাদী কার্যকলাপে উৎসাহ জোগাতে ঐতিহাসিক কিংবা রাজনৈতিক ভাষ্যের আড়ালে সাহিত্যকর্মের নামে মিথ্যা বক্তব্য ও বিচ্ছিন্নতাবাদের বিষ ছড়িয়ে দেওয়ার কাজ চলছে।

আরও পড়ুন: Bihar elections: অমিত শাহ ও নীতীশের বৈঠক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক নির্দেশে বলা হয়েছে, কিছু সাহিত্যকর্ম জম্মু-কাশ্মীর প্রসঙ্গে মিথ্যা ব্যাখ্যা খাড়া করছে এবং বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয়দানকারী মতপ্রকাশ করছে। সরকারের কাছে উক্ত বিষয়ে অভিযোগ এসেছে। তাই সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত করে এবং গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  এই প্রেক্ষিতে জম্মু–কাশ্মীরের উপ–রাজ্যপাল মনোজ সিনহার নির্দেশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য সচিব চন্দ্রকর ভারতী ৫ আগস্ট একটি নির্দেশিকা জারি করেছেন। বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ৯৮ ধারার আওতায় ২৫ টি বইকে ‘বাজেয়াপ্ত’ ঘোষণা করা হয়। এদিকে জম্মু ও কাশ্মীর সরকারও এই নিষিদ্ধ বইগুলি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে।

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

 

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’