০৩ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে বাধার অভিযোগ

আবুল খায়ের
  • আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
  • / 206

পুবের কলম ওয়েব ডেস্কঃ ১৩ জুলাই ১৯৩১ সালে কাশ্মীরে ডোগরা রাজবংশের শাসনে ব্রিটিশ সরকারের মদতে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল ২২ জন কাশ্মীরিকে। সেই ঘটনার স্মরণে প্রতি বছর এই দিনে বহু মানুষ ও রাজনৈতিক দল শহীদদের শ্রদ্ধা জানান।

অভিযোগ এবার সিপিআই(এম) নেতা এবং প্রাক্তন বিধায়ক ইউসুফ তারিগামি সহ একাধিক বিরোধী নেতাকে রাখা হয়েছে গৃহবন্দি। তালা ঝোলানো হয়েছে তাদের বাসভবনের গেটে। শহীদ দিবস উপলক্ষে কোনও জমায়েতে অংশগ্রহণ বা শ্রদ্ধা জানাতে যেন না-পারে, সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা বলে অভিযোগ।

তারিগামি নিজে সমাজ মাধ্যমে জানিয়েছেন, “আমার বাড়ির গেট শিকল দিয়ে বেঁধে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পথটাই রুদ্ধ করা হলো। ১৩ জুলাই কাশ্মীরিদের ইতিহাসে একটি যন্ত্রণার দিন। সেই সংগ্রামীদের কথা মনে রাখার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

ন্যাশনাল কনফারেন্স নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এ ঘটনাকে “চূড়ান্ত লজ্জাজনক” বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, “আমাদের কাছে ১৩ জুলাইয়ের হত্যাকাণ্ড জালিয়ানওয়ালাবাগের মতোই ব্যথার। ব্রিটিশদের পক্ষে কাজ করা রাজ্যশাসনের বিরুদ্ধে লড়তে গিয়েই ওই মানুষগুলো শহীদ হয়েছিলেন। শুধুমাত্র তাঁরা মুসলিম ছিলেন বলেই কি শ্রদ্ধা জানাতে দেওয়া হচ্ছে না?”

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

ওমরের অভিযোগ, শুধুমাত্র গৃহবন্দি করেই থেমে থাকেনি প্রশাসন। বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শ্রীনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা কড়া পাহারায় ঘেরা। যাতে কেউ শহীদদের কবর পর্যন্ত পৌঁছাতে না পারেন।

আরও পড়ুন: J&K Govt’s: ২৫ বিখ্যাত লেখকের বই নিষিদ্ধ কাশ্মীরে, মামলা নিল না Supreme Court

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশ্মীরে শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে বাধার অভিযোগ

আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ১৩ জুলাই ১৯৩১ সালে কাশ্মীরে ডোগরা রাজবংশের শাসনে ব্রিটিশ সরকারের মদতে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল ২২ জন কাশ্মীরিকে। সেই ঘটনার স্মরণে প্রতি বছর এই দিনে বহু মানুষ ও রাজনৈতিক দল শহীদদের শ্রদ্ধা জানান।

অভিযোগ এবার সিপিআই(এম) নেতা এবং প্রাক্তন বিধায়ক ইউসুফ তারিগামি সহ একাধিক বিরোধী নেতাকে রাখা হয়েছে গৃহবন্দি। তালা ঝোলানো হয়েছে তাদের বাসভবনের গেটে। শহীদ দিবস উপলক্ষে কোনও জমায়েতে অংশগ্রহণ বা শ্রদ্ধা জানাতে যেন না-পারে, সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা বলে অভিযোগ।

তারিগামি নিজে সমাজ মাধ্যমে জানিয়েছেন, “আমার বাড়ির গেট শিকল দিয়ে বেঁধে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পথটাই রুদ্ধ করা হলো। ১৩ জুলাই কাশ্মীরিদের ইতিহাসে একটি যন্ত্রণার দিন। সেই সংগ্রামীদের কথা মনে রাখার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

ন্যাশনাল কনফারেন্স নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এ ঘটনাকে “চূড়ান্ত লজ্জাজনক” বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, “আমাদের কাছে ১৩ জুলাইয়ের হত্যাকাণ্ড জালিয়ানওয়ালাবাগের মতোই ব্যথার। ব্রিটিশদের পক্ষে কাজ করা রাজ্যশাসনের বিরুদ্ধে লড়তে গিয়েই ওই মানুষগুলো শহীদ হয়েছিলেন। শুধুমাত্র তাঁরা মুসলিম ছিলেন বলেই কি শ্রদ্ধা জানাতে দেওয়া হচ্ছে না?”

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

ওমরের অভিযোগ, শুধুমাত্র গৃহবন্দি করেই থেমে থাকেনি প্রশাসন। বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শ্রীনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা কড়া পাহারায় ঘেরা। যাতে কেউ শহীদদের কবর পর্যন্ত পৌঁছাতে না পারেন।

আরও পড়ুন: J&K Govt’s: ২৫ বিখ্যাত লেখকের বই নিষিদ্ধ কাশ্মীরে, মামলা নিল না Supreme Court